ভারতের কনার্টক

জোট সরকার থেকে সরে গেলেন বিএসপি মন্ত্রী মহেশ

প্রকাশ | ১৩ অক্টোবর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে ভারতের কনার্টকে কংগ্রেস-জেডিএস জোট সরকারের মন্ত্রিসভা থেকে বৃহস্পতিবার পদত্যাগ করেছেন ‘বহুজন সমাজ পাটির্’র (বিএসপি) একমাত্র মন্ত্রী এন মহেশ। বিএসপি নেত্রী মায়াবতী সম্প্রতি রাজস্থান ও মধ্যপ্রদেশের আসন্ন বিধানসভা ভোটে কংগ্রেসের সঙ্গে কোনো মূল্যেই তার দল জোট করবে না বলে জানিয়ে দিয়েছেন। নরেন্দ্র মোদির পাল্টা বিরোধী জোট গড়ার প্রয়াসে ধাক্কা দিয়ে মায়াবতীর সেই ঘোষণার পরপরই মহেশ মন্ত্রিত্ব ছাড়লেন। সংবাদসূত্র : এবিপি নিউজ কনার্টকের মুখ্যমন্ত্রী কুমারস্বামীর কাছে পদত্যাগপত্র জমা দিয়ে তিনি সাংবাদিকদের জানান, তিনি বেশি সময় দিতে চান নিজের বিধানসভা আসন কোল্লেগালে, লোকসভা ভোটের আগে নিজের দলকেও শক্তিশালী করতে চান, সেজন্যই মন্ত্রিসভা থেকে সরে গেলেন। তিনি বলেন, ‘আমার আসনে প্রচার চলছিল যে, আমি ব্যাঙ্গালুরুতেই পড়ে থাকি, কোল্লেগালের দিকে নজর দেই না।’ তিনি পদত্যাগের সিদ্ধান্ত তখনও মায়াবতীকে জানাননি, এবার তাকে বলবেন বলে জানান মহেশ। তবে রাজ্যে ক্ষমতাসীন জোট সরকারের প্রতি তার সমথর্ন অব্যাহত থাকবে।