সিরিয়ার ইদলিব

ভারী অস্ত্রশস্ত্র সরিয়ে নিয়েছে বিদ্রোহীরা

প্রকাশ | ১৩ অক্টোবর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
সিরিয়ায় বিদ্রোহীদের সবের্শষ শক্তিশালী ঘঁাটি ইদলিবের প্রস্তাবিত ‘বাফার জোন’ থেকে সব ভারী অস্ত্রশস্ত্র সরিয়ে নিয়েছে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলো। বেসামরিক নাগরিকদের রক্ষায় তুরস্কের এই উদ্যোগ সফল হলেও আঙ্কারার এখনো বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। বিগত কয়েক মাসে সিরীয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত বাহিনী সামরিক হামলা জোরালো করার মধ্য দিয়ে দেশের বেশিরভাগ অঞ্চল থেকে বিদ্রোহীদের সরিয়ে দেয়। এরপর বিদ্রোহীরা ইদলিব প্রদেশে গিয়ে জড়ো হয়। ২০১৫ সাল থেকে শহরটির নিয়ন্ত্রণ ধরে রেখেছে বিদ্রোহীরা। তবে বড় ধরনের সামরিক অভিযানের মাধ্যমে শহরটির নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে আসাদ বাহিনী। ইরান ও রাশিয়া দুই দেশই পুরো সিরিয়ার ওপর বাশার বাহিনীর কতৃর্ত্ব দেখতে চায়। অপরদিকে বাশার বাহিনীর হামলা থেকে বিদ্রোহীদের রক্ষা করতে চায় তুরস্ক। সংবাদসূত্র : আল-জাজিরা