আফগানিস্তান

৮ হাজারের বেশি মানুষ হতাহত গত ৯ মাসে

প্রকাশ | ১৩ অক্টোবর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
আফগানিস্তানে গত ৯ মাসে প্রায় আট হাজার ৫০ জন বেসামরিক হতাহত হয়েছে। জাতিসংঘের সাম্প্রতিক এক প্রতিবেদন থেকে জানা গেছে, ২০১৮ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাস পযর্ন্ত নিহত বেসামরিকের সংখ্যা দুই হাজার ৭৯৮। আহত হয়েছে পঁাচ হাজার ২৫২ জন। এদের বেশিরভাগই হতাহত হয়েছে সরকারবিরোধী গণবিধ্বংসী মারণাস্ত্রের হামলায়। সেখানে এলাকাভিত্তিক অভিযান ও যুদ্ধে ব্যবহৃত বিস্ফোরকের অবশেষ থেকেও বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে। আাফগানিস্তানে নিযুক্ত জাতিসংঘ মিশন জানায়, এত বিপুল সংখ্যক বেসামরিক নিহত হওয়ার দ্বিতীয় কারণ হলো বিমান হামলা ও যুদ্ধে ব্যবহৃত বিস্ফোরক। মিশনের প্রধান এবং জাতিসংঘ মহাসচিবের আফগানিস্তান বিষয়ক বিশেষ দূত তাদামিচি ইয়ামামোটো বলেন, আফগানিস্তানে কোনো সামরিক সমাধান নেই। জাতিসংঘ সবপক্ষকে শান্তিপূণর্ সমাধানে আসার আহŸান জানিয়ে আসছে। সংবাদসূত্র : এএফপি অনলাইন