সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ০৩ জুলাই ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
ভারতে গণপিটুনিতে পঁাচজন নিহত যাযাদি ডেস্ক ভারতের মহারাষ্ট্রে শিশু অপহরণকারী সন্দেহে জনতার গণপিটুনিতে পঁাচজন নিহত হয়েছে। পুলিশ এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২৩ জনকে গ্রেপ্তার করেছে। রোববার এ ঘটনা ঘটে। স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়, সম্প্রতি ভারতে শিশু অপহরণ, চুরি বা যৌন হয়রানির গুজব ছড়িয়ে এখন পযর্ন্ত ২৫ জনের বেশি লোককে পিটিয়ে হত্যা করা হয়েছে। রোববার মহারাষ্ট্রের ধুলে জেলার আদিবাসী অধ্যুষিত রাইনপাডা গ্রামে স্থানীয়রা একটি শিশুর সঙ্গে আটজনকে কথা বলতে দেখলে তাদের মধ্যে পঁাচজনকে গণপিটুনি দিয়ে হত্যা করে। পুলিশ জানায়, একটি বাজারে এক শিশুর সঙ্গে কয়েকজনকে কথা বলতে দেখলে স্থানীয়দের সঙ্গে তাদের বাগ্বিতÐা শুরু হয়। এরপর তাদের অপহরণকারী সন্দেহে স্থানীয়রা গণপিটুনি শুরু করে। এর মধ্যে তিনজন পালিয়ে যায় এবং অপর পঁাচজনকে টেনে স্থানীয় কাউন্সিল কাযার্লয়ে নিয়ে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়। নিহতরা একই রাজ্যের সোলাপুর জেলার বাসিন্দা। গত বছর মে মাসে ঝাড়খÐের পূবার্ঞ্চলে হোয়াটসঅ্যাপে শিশু অপহরণের গুজব ছড়িয়ে ছয়জনকে পিটিয়ে হত্যা করা হয়। এরপর থেকেই ভারতজুড়ে এমন ঘটনার সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। সংবাদসূত্র : এএফপি অনলাইন যুক্তরাষ্ট্র শিশুর জন্মদিনের পাটিের্ত ছুরি হামলা, আহত ৯ যাযাদি ডেস্ক যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের রাজধানী বয়সিতে তিন বছর বয়সী এক শিশুর জন্মদিনের অনুষ্ঠানে এক ব্যক্তির ছুরি হামলায় কমপক্ষে ৯ জন আহত হয়েছেন। শরণাথীর্ পরিবারগুলোর এক আবাসিক কমপ্লেক্সের এ ঘটনায় আহতদের মধ্যে ছয়টি শিশু রয়েছে বলে রোববার পুলিশ জানিয়েছে। এ ঘটনায় ৩০ বছর বয়সী টিমি কেনারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শরণাথীর্ না হয়েও লস অ্যাঞ্জেলস থেকে আসা কেনার ওই কমপ্লেক্সটিতেই থাকছিলেন বলে জানিয়েছে পুলিশ। ঘটনার একদিন আগে কমপ্লেক্সটির এক বাসিন্দা কেনারকে কমপ্লেক্স ছেড়ে চলে যেতে বলেছিলেন বলেও জানিয়েছে তারা। গ্রেপ্তার করার পর কেনারকে কোনো জামিন ছাড়াই এইডা কাউন্টির কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে ছয় শিশুকে আহত করার অভিযোগসহ মোট ১৫টি অভিযোগ আনা হয়েছে। কেনারের পক্ষে কোনো আইনজীবীর নাম তালিকাবদ্ধ করা হয়নি। সংবাদসূত্র : রয়টাসর্ ক্যালিফোনির্য়ায় দাবানল ছড়িয়ে পড়েছে যাযাদি ডেস্ক ক্যালিফোনির্য়ার উত্তরাঞ্চলে ব্যাপক বাতাস ও তাপমাত্রা অনেক বেড়ে যাওয়ায় একের পর এক দাবানল ছড়িয়ে পড়ায় কতৃর্পক্ষ বিপদ সংকেত জারি করেছে এবং ঝুঁকিপূণর্ বিভিন্ন এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেয়ার নিদের্শ দিয়েছে। ক্যাল ফায়ার জানায়, শনিবার ইয়োলো কাউন্ট্রিতে দাবানলের সূত্রপাত ঘটে। রোববার নাগাদ সবের্শষ সৃষ্ট এই দাবানল প্রায় ৯ হাজার হেক্টর এলাকায় ছড়িয়ে পড়ে। সেখানে আগুন নিয়ন্ত্রণে দমকল বাহিনীর শতাধিক গাড়ি ও ১২টি হেলিকপ্টার কাজ করছে। রোববার বিকাল নাগাদ দাবানল নাপা কাউন্টি অতিক্রম করে। লেক কাউন্টিতে আরেকটি দাবানল ১৪ হাজার ১৫০ একর জমিতে ছড়িয়ে পড়েছে। এ ছাড়া সান জোয়াকুইন কাউন্টিতেও ছড়িয়ে পড়েছে দাবানল। উল্লেখ্য, গত বছরও ক্যালিফোনির্য়ায় ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছিল।