ইয়েমেনে সৌদি হামলার বিচার চায় জাতিসংঘ

প্রকাশ | ১৪ অক্টোবর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
ইয়েমেনে বেসামরিক নাগরিকদের ওপর সৌদি জোটের বিমান হামলা এবং শিশু হতাহতদের জন্য দায়ী কমর্কতাের্দর বিচারের আহŸান জানিয়েছে জাতিসংঘের শিশু অধিকারবিষয়ক একটি প্যানেল। এ ছাড়া প্যানেলটি হামলা বন্ধেরও আহŸান জানিয়েছে। এক বিবৃতিতে প্যানেলের সদস্যরা জানান, আগস্টে স্কুলবাসে বোমা হামলা নিয়ে সৌদি জোটের তদন্ত প্রতিবেদন নিভর্রযোগ্য নয়। জাতিসংঘের কমিটির ভাইস চেয়ারম্যান ক্ল্যারেন্স নেলসন বলেন, ‘আমরা তাদের অবিলম্বে এই হামলা বন্ধের আহŸান জানাই। হামলায় নিহত বেসামরিকদের ২০ শতাংশই শিশু। অথার্ৎ প্রাণ হারানো প্রতি পঁাচজনের মধ্যে একজনের বয়স ১৮ বছরের নিচে। যুক্তরাষ্ট্রের সহায়তায় ২০১৫ সালের মাচর্ মাস থেকে ইয়েমেনে হামলা চালিয়ে আসছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। ইয়েমেনে আন্তজাির্তকভাবে বৈধ হিসেবে স্বীকৃত প্রেসিডেন্ট আবদ রাব্বু মনসুর হাদির সরকারকে স্থিতিশীল করা এই জোটের উদ্দেশ্য। ইরানসমথির্ত হুতি বিদ্রোহীরা হাদি সরকারের বিরুদ্ধে যুদ্ধ করছে। আর এই যুদ্ধে ইতিহাসের ভয়াবহতম দুভিের্ক্ষর দ্বারপ্রান্তে রয়েছে ইয়েমেন। সংবাদসূত্র : আল-জাজিরা