বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্র-রাশিয়ার সম্পর্ক তলানিতে :পুতিন

যাযাদি ডেস্ক
  ১৩ জুন ২০২১, ০০:০০
রাশিয়ার প্রেসিডেন্ট ভস্নাদিমির পুতিন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের 'সতর্কবার্তা'র প্রতিক্রিয়ায় রাশিয়ার প্রেসিডেন্ট ভস্নাদিমির পুতিন বলেছেন, 'যুক্তরাষ্ট্র ও রাশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক বর্তমানে তলানিতে এসে ঠেকেছে।' এছাড়া এই সম্পর্ক উন্নয়নে উভয় রাষ্ট্রেরই আরও মনযোগী হওয়া উচিত বলে মনে করেন তিনি। সংবাদসূত্র : রয়টার্স, এনবিসি নিউজ

শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় মার্কিন টেলিভিশন চ্যানেল 'এনবিসি নিউজ'কে সাক্ষাৎকার দেন পুতিন। সেখানে ওই টিভি চ্যানেলের সাংবাদিক তার কাছে বাইডেনের সাম্প্রতিক সতর্কবার্তার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, 'আমাদের (যুক্তরাষ্ট্র ও রাশিয়া) মধ্যে একটি দ্বিপক্ষীয় সম্পর্ক আছে, যা গত কয়েক বছর ধরে অবনতি হচ্ছে। বর্তমানে এটি তলানিতে এসে ঠেকেছে।'

পুতিন বলেন, 'আমি মনে করি, কয়েকদিন পর যে বৈঠক হবে, তাতে আমাদের উভয়েরই এই ব্যাপারে বিশেষ মনযোগ দেওয়া প্রয়োজন।' তবে সাক্ষাৎকারে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসাও করেছেন তিনি। পুতিন বলেন, 'ট্রাম্প একজন অনন্য-সাধারণ এবং প্রতিভাবান ব্যক্তি। তার তুলনায় বাইডেন পুরোপুরিই আলাদা মেরুর মানুষ।'

জি-৭ বৈঠক, ন্যাটো সম্মেলন ও ইউরোপের মিত্রদের সঙ্গে সম্পর্ক উন্নয়নে সাত দিনের রাষ্ট্রীয় সফরে বর্তমানে যুক্তরাজ্যে আছেন বাইডেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম বিদেশ সফর। সাত দিনের এই সফরে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠকেরও কথা আছে তার। জেনেভাতে হবে এই বৈঠক।

হোয়াইট হাউসের কর্মকর্তারা জানিয়েছেন, অস্ত্র নিয়ন্ত্রণ, জলবায়ু পরিবর্তন, ইউক্রেনে রাশিয়ার সামরিক উপস্থিতি, সাইবার হামলা বা হ্যাকিং এবং কারাবন্দি অ্যালেক্সেই নাভালনির ব্যাপারে রুশ প্রেসিডেন্টের সঙ্গে খোলামেলা আলোচনা করতে চান মার্কিন প্রেসিডেন্ট।

তবে সাক্ষাতের আগেই গত বৃহস্পতিবার পুতিনকে সতর্কবার্তা দিয়েছেন বাইডেন। তিনি বলেন, 'আমরা রাশিয়ার সঙ্গে সংঘাতে জড়াতে চাই না; বরং চাই দেশটির সঙ্গে একটি স্থিতিশীল ও আস্থাপূর্ণ সম্পর্ক। কিন্তু একটি ব্যাপার আমি শুরুতেই স্পষ্ট করতে চাই, আর তা হলো- রুশ সরকার যদি কোনো প্রকার ক্ষতিকর কোনো কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকে, সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র তা শক্ত হাতে এবং তাৎপর্যপূর্ণ উপায়ে প্রতিহত করবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে