মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক চায় ভারত

যাযাদি ডেস্ক
  ১৩ জুন ২০২১, ০০:০০

চিরবৈরী প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে 'স্বাভাবিক সম্পর্ক' চায় ভারত। তবে শান্তি ও স্বাভাবিক সম্পর্কের জন্য 'প্রয়োজনীয় ও উপযুক্ত' পদক্ষেপ নেওয়ার দায়িত্ব পাকিস্তানের হাতে বলে মন্তব্য করেছে দেশটি। শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের সভায় ইসলামাবাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের এই আগ্রহ প্রকাশ করেছে দিলিস্ন। সংবাদসূত্র :এনডিটিভি

জাতিসংঘের সাধারণ সভায় নিরাপত্তা পরিষদের বার্ষিক রিপোর্ট নিয়ে আলোচনার সময় পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার ইচ্ছার কথা জানায় ভারত। তবে শান্তি প্রতিষ্ঠার জন্য উপযুক্ত পরিস্থিতি তৈরি করার দায়িত্ব পাকিস্তানের বলে দাবি করা হয়।

আলোচনার সময় যথারীতি আন্তর্জাতিক মঞ্চটিতে কাশ্মীর প্রসঙ্গ উত্থাপন করে ইসলামাবাদ। এর প্রতিবাদে দিলিস্ন দাবি করে, দুই দেশের মধ্যে বিদ্যমান সব সমস্যা দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ এবং এই বিষয়ে তৃতীয় কোনো পক্ষের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না বলে দাবি করে দেশটি।

শুক্রবারের আলোচনায় জাতিসংঘে নিযুক্ত ভারতের প্রতিনিধি আর মধুসূদন বলেন, 'ভারতের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে আন্তর্জাতিক মঞ্চের মান ক্ষুণ্ন করছে পাকিস্তান।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে