বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
কাশ্মীর নিয়ে সিদ্ধান্ত

ক্ষমতায় গেলে পুনর্বিবেচনা করবে কংগ্রেস

যাযাদি ডেস্ক
  ১৩ জুন ২০২১, ০০:০০

করোনা পরিস্থিতিতেও ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর নিয়ে কার্যত সম্মুখ সমরে বিজেপি এবং কংগ্রেস। কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলোপ নিয়ে নতুন করে বিতর্কে জড়িয়েছে দুই শিবির। তাতে জড়িয়ে গেছে পাকিস্তানের নামও। কংগ্রেস দাবি করেছে, তারা ক্ষমতায় গেলে কাশ্মীরের বিষয়টি পুনর্বিবেচনা করবে। সংবাদসূত্র :এবিপি

বিজেপির অভিযোগ, কংগ্রেস পাকিস্তানের বুলি আওড়াচ্ছে। অন্যদিকে, কংগ্রেসের দাবি, যেভাবে উপত্যকার বিশেষ মর্যাদা কেড়ে নেওয়া হয়েছে, শুরু থেকেই তার বিরোধিতা করে আসছে তারা। এর সঙ্গে পাকিস্তানকে জুড়ে দেওয়া আসলে বিজেপিরই কূটচাল।

ঘটনার সূত্রপাত একটি অনলাইন আলোচনা সভা ঘিরে। সম্প্রতি তাতে অংশ নেন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং। সেখানে এক পাকিস্তানি সাংবাদিক সংবিধানে কাশ্মীরের জন্য অনুচ্ছেদ ৩৭০ বিলোপ নিয়ে তার মতো জানতে চান। জবাবে দিগ্বিজয় জানান, আগামী নির্বাচনে কংগ্রেস যদি কেন্দ্রে ক্ষমতায় যায়, অনুচ্ছেদ ৩৭০ বিলোপের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে দেখা হবে। এরপরই বিতর্কে জড়িয়ে পড়েছে বিজেপি ও কংগ্রেস। বিজেপির সর্বভারতীয় মুখপাত্র সম্বিত পাত্রের বক্তব্য, 'বিষ ছড়িয়ে বেড়াচ্ছেন দিগ্বিজয়। আসলে এটাই তো পাকিস্তান চায়।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে