সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ১৪ জুন ২০২১, ০০:০০

অনলাইন ডেস্ক
কেক কাটছেন রানী এলিজাবেথ
তলোয়ার দিয়ে কেক কাটলেন ব্রিটিশ রানী যাযাদি ডেস্ক শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭ এর সম্মেলনের 'সাইডলাইনে' যুক্তরাজ্যের কর্নওয়ালে এক আয়োজনে আচার-অনুষ্ঠানে ব্যবহার হয়, এমন একটি তলোয়ার দিয়ে কেক কেটেছেন রানী দ্বিতীয় এলিজাবেথ। 'প্রিন্স অব ওয়েলস অ্যান্ড ডাচেস অব কর্নওয়াল'র (প্রিন্স চার্লস ও তার স্ত্রী ক্যামিলা) টুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার করা এক ভিডিওতে রানীকে শনিবারের ওই অনুষ্ঠানে উপস্থিত অন্যদের সঙ্গে কথাবার্তা বলতেও দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে অনুষ্ঠানে কেক কাটতে ছুরির প্রসঙ্গ এলে ৯৫ বছর বয়সি ব্রিটিশ রানীকে বলতে শোনা যায়, 'আমি জানি এখানে এটি এমন একটা কিছু, যা আরও অস্বাভাবিক।' শনিবার রানী উইন্ডসর প্রাসাদে তার আনুষ্ঠানিক জন্মদিন উপলক্ষে আয়োজিত এক সামরিক অনুষ্ঠানও উপভোগ করেন। ২১ এপ্রিল তার সত্যিকারের জন্মদিন হলেও, প্রতিবছর জুনের দ্বিতীয় শনিবার তার আনুষ্ঠানিক জন্মদিন উদ্‌যাপিত হয়। এপ্রিলে স্বামী প্রিন্স ফিলিপের মৃতু্যর পর এবারই প্রথম এ আয়োজন হলো। 'ট্রপিং দ্য কালার' নামের এই অনুষ্ঠানে রানীর সঙ্গে তার চাচাতো ভাই ডিউক অব কেন্টও ছিলেন। সংবাদসূত্র :রয়টার্স গ্যাস লাইনে বিস্ফোরণে চীনে নিহত ১২ যাযাদি ডেস্ক চীনের হুবেই প্রদেশের শিয়ান শহরের আবাসিক এলাকায় গ্যাস লাইনে বিস্ফোরণে ১২ জন নিহত হয়েছেন। রোববার স্থানীয় সময় ভোর সাড়ে ৬টার দিকে ঘটা এ বিস্ফোরণে আরও ৩৭ জন গুরুতর আহত হয়েছেন। প্রাণঘাতী এ বিস্ফোরণের পর শিয়ানের ওই এলাকাটি থেকে বেলা ১১টার মধ্যে মোট ১৪৪ জন বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। বিস্ফোরণে এলাকাটির একটি খাদ্য পণ্যের মার্কেট ধসে পড়েছে বলে স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে রক্ত দেওয়ার জন্য শহরবাসীর প্রতি আহ্বান জানিয়েছে স্থানীয় হাসপাতালগুলো। আহতদের অনেকেই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছেন। কী থেকে গ্যাস লাইনে বিস্ফোরণ হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সংবাদসূত্র :রয়টার্স