শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পতাকা মিছিল ঘিরে আবারও উত্তেজনা জেরুজালেমে

যাযাদি ডেস্ক
  ১৬ জুন ২০২১, ০০:০০

দখলকৃত পূর্ব জেরুজালেমে উগ্র ডানপন্থি ইসরাইলি দলগুলোর পতাকা মিছিলকে কেন্দ্র করে ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে সৃষ্ট উত্তেজনা থেকে নতুন করে সংঘাতের শঙ্কা তৈরি হয়েছে। এই কর্মসূচিকে ইসরাইলের উসকানি অভিহিত করে বিক্ষোভের ডাক দিয়েছে ফিলিস্তিনের রাজনৈতিক দল 'ফাতাহ'। সংঘাতের হুমকি এসেছে সশস্ত্র গোষ্ঠী হামাস থেকেও। কারণ, পূর্ব জেরুজালেমের পুরনো শহরে কট্টরপন্থি ইহুদিদের এই মিছিলের অনুমতি দিয়েছে নাফতালি বেনেতের নেতৃত্বাধীন নতুন ইসরাইলি সরকার। সংবাদসূত্র : রয়টার্স, বিবিসি, আল-জাজিরা

এর আগে ইসরাইলি পুলিশ অনুমতি না দেওয়ায় আয়োজকরা মিছিলটি বাতিল করে। কিন্তু বেনিয়ামিন নেতানিয়াহুর বিদায়ী সরকার ক্ষমতা ছাড়ার আগে গত মঙ্গলবার এই মিছিলের অনুমতি দিয়ে যায়। এরপর নতুন সরকারও মিছিলে সম্মতি দিল।

মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় এই মিছিল শুরু হওয়ার কথা। 'পতাকার মিছিল' নামে এই মিছিলে বেশ কয়েকটি কট্টরপন্থি ইহুদি সংগঠনের অংশগ্রহণ করার কথা রয়েছে। পুরনো নগরীর দামেস্ক গেট থেকে মুসলিম এলাকার ভেতর দিয়ে মিছিলটি এগিয়ে যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে