ভারতে করোনায় দৈনিক মৃতু্য দেড় হাজারের ঘরে

প্রকাশ | ১৯ জুন ২০২১, ০০:০০

যাযাদি ডেস্ক
গত ২৪ ঘণ্টায় ভারতে দৈনিক করোনায় আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে। শুক্রবার দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত পরিসংখ্যান বলছে, সেখানে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৬২ হাজার ৪৮০ জন। এ নিয়ে ভারতে মোট আক্রান্তের সংখ্যা দুই কোটি ৯৭ লাখ ৬২ হাজার ৭৯৩ জন। সংবাদসূত্র : ইনডিয়ান এক্সপ্রেস তবে গত ২৪ ঘণ্টায় দেশটিতে দৈনিক মৃতু্য উলেস্নখযোগ্য সংখ্যায় কমেছে। এই সময়ে মৃতু্য হয়েছে এক হাজার ৫৮৭ জনের। প্রায় দুই মাস পর দৈনিক মৃতু্য এতটা কম হলো। এর আগে গত ১৮ এপ্রিল দৈনিক মৃতু্য ছিল এক হাজার ৫০১ জন। এ নিয়ে ভারতে মোট তিন লাখ ৮৩ হাজার ৪৯০ জনের মৃতু্য হয়েছে। এদিকে, গত এক মাস ধরে নতুন আক্রান্তের তুলনায় সুস্থতার হার বেশি হওয়ায় দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা কমছে। বর্তমানে দেশটিতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা সাত লাখ ৯৮ হাজার ৬৫৬ জন। যদিও ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এ মৃতু্য ও শনাক্তের সংখ্যার সঙ্গে 'ওয়ার্ল্ডোমিটার'সহ বিভিন্ন আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইটের তথ্যের তারতম্য রয়েছে।