সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ১৯ জুন ২০২১, ০০:০০

অনলাইন ডেস্ক
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
বিশ্বে সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী মোদি যাযাদি ডেস্ক করোনা আবহে বারবার সমালোচনার মুখে পড়তে হয়েছে ভারতের নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারকে। তবে এর জেরে খুব একটা প্রভাব পড়েনি মোদির জনপ্রিয়তার ওপর। তারপরও জনপ্রিয়তার গ্রাফ নিম্নমুখী। এমনই তথ্য উঠে এসেছে এক সমীক্ষায়। 'মর্নিং কনসাল্ট' নামক এক মার্কিন ডেটা ইন্টেলিজেন্স ফার্মের সমীক্ষা বলছে, এখনো ৬৬ শতাংশ মানুষ ভরসা করে মোদির ওপর। তবে ভরসা হারিয়েছে ২৮ শতাংশ। ভারতের দুই হাজার ১২৬ জন প্রাপ্তবয়স্কের ওপর সমীক্ষাটি চালানো হয়েছিল। মর্নিং কনসাল্ট জানাচ্ছে, চলতি বছরের জুন পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রীর গ্রহণযোগ্যতা সূচক ৬৬ শতাংশ। গত ২০১৯ সালে জম্মু-কাশ্মীরকে বিশেষ মর্যাদা প্রদানকারী অনুচ্ছেদ ৩৭০ তুলে নেওয়ার পর মোদির গ্রহণযোগ্যতা সূচক ছুঁয়েছিল ৮২ শতাংশ। ওই সমীক্ষায় মোদির ঠিক নিচেই রয়েছেন ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি। তার গ্রহণযোগ্যতা সূচক ৬৫ শতাংশ। তারপরেই রয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেজ ম্যানুয়েল লোপেজ ও'ব্রাদর (৬৩ শতাংশ), অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন (৫৪ শতাংশ), জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল (৫৩ শতাংশ)। একই শতাংশ সমর্থন নিয়ে ছয় নম্বরে আছেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন, সপ্তম স্থানে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং আট নম্বরে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন (৪৪ শতাংশ)। সংবাদসূত্র : এনএনআই নেপালে বন্যা-ভূমিধসে ১১ জনের প্রাণহানি যাযাদি ডেস্ক ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে নেপালে চলতি সপ্তাহে ১১ জনের মৃতু্য হয়েছে। নিহতদের মধ্যে একজন ভারতীয় ও চীনের দুজন শ্রমিকও রয়েছেন। উন্নয়ন প্রকল্পে কর্মরত ছিলেন তারা। এ ছাড়া ২৫ জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। রাজধানী কাঠমান্ডু থেকে উত্তর-পূর্বের সিন্ধুপালচক জেলার মেলামচি শহর থেকে তিন শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গত বুধবার থেকে সেখানে বন্যা শুরু হয়। জেলা প্রশাসক জানিয়েছেন, অনেক মানুষ বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। সংবাদসূত্র : রয়টার্স