আবারও প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পকে চান মাকিির্নরা

প্রকাশ | ১৬ অক্টোবর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
মাকির্ন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
যুক্তরাষ্ট্রের পরবতীর্ প্রেসিডেন্ট হিসেবে আবারও ডোনাল্ড ট্রাম্পকেই পছন্দ অনেক মাকিির্নর। তারা এখনই ভাবতে শুরু করেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদেও নিবার্চনে জিতে দায়িত্ব নেবেন। আর আগামী প্রেসিডেন্ট নিবার্চনে ডেমোক্রেট দলের প্রাথীর্ হিসেবে দেখতে চান সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনকে। মাকির্ন সংবাদমাধ্যম সিএনএন’র করা এক জরিপে এমন ফল পাওয়া গেছে। সংবাদসূত্র : সিএনএন, ট্রিবিউন নতুন জরিপে দেখা গেছে, ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হবেন কিনাÑ এমন প্রশ্নের জবাবে বেশিরভাগ মানুষই দ্বিধান্বিত ছিলেন। এই জরিপে তার পক্ষে বলেছেন ৪৬ ভাগ মানুষ। আর ৪৭ ভাগ মানুষ বলেছেন, তিনি প্রেসিডেন্ট হতে পারবেন না। তবে এতেও ট্রাম্পের উন্নতি লক্ষ করা গেছে। ‘এসএসআরএস’ সফটওয়্যারের মাধ্যমে করা সিএনএন’র নতুন জরিপটি ৪ থেকে ৭ অক্টোবর পযর্ন্ত করা হয়েছে। এতে এলোমেলোভাবে এক হাজার ৯ জন নাগরিককে নমুনা হিসেবে নেয়া হয়েছে। সরাসরি টেলিফোন অথবা মোবাইল ফোনে তাদের সাক্ষাৎকার নেয়া হয়েছে। গত মাচের্ করা একই জরিপে ৫৪ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ বলেছিলেন, ট্রাম্প দ্বিতীয় মেয়াদে জিততে পারবেন না। আগের জরিপের তুলনায় নতুন জরিপে ট্রাম্পের প্রতি পুরুষদের সমথর্ন আট শতাংশ বেড়েছে। স্বতন্ত্র ব্যক্তিদের সমথর্ন ৩৯ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৪৭ শতাংশ। এছাড়া যারা এ বছর মধ্যবতীর্ নিবার্চনে ভোট দিতে আগ্রহী তাদের সমথর্ন ৩৭ শতাংশ থেকে বেড়ে ৪৬ শতাংশ হয়েছে। নতুন জরিপে দেখা গেছে, দলের মধ্যেও দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের মনোনয়ন নিয়ে দ্বিধা অনেকটাই কেটে গেছে। রিপাবলিকান দলের ৭৪ শতাংশ মানুষই তাকে ২০২০ সালের প্রেসিডেন্ট নিবার্চনের প্রাথীর্ হিসেবে অনুমোদন দিচ্ছে। আর ২১ শতাংশ রিপাবলিকান মনে করেন, দলের পক্ষ থেকে নতুন প্রেসিডেন্ট প্রাথীর্ দেয়া দরকার। ট্রাম্পের বিপরীতে ডেমোক্রেট প্রাথীর্ হিসেবে সবার চেয়ে এগিয়ে আছেন সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। জরিপে ডেমোক্রেট ও ডেমোক্রেটিকপন্থী স্বতন্ত্র ব্যক্তিদের প্রশ্ন করা হয়, সম্ভাব্য ১৬ জন প্রাথীর্র মধ্যে আগামী নিবার্চনে প্রেসিডেন্ট পদে কাকে প্রাথীর্ হিসেবে দেখতে চান। এর জবাবে বাইডেন ৩৩ শতাংশ মানুষের সমথর্ন পেয়েছেন। ২০১৬ সালের প্রাইমারিতে দ্বিতীয় হওয়া স্বতন্ত্র সিনেটর বানির্ স্যান্ডাসর্ পেয়েছেন ১৩ শতাংশ মানুষের সমথর্ন। সিনেটর কামালা হ্যারিস ৯ শতাংশ, সিনেটর এলিজাবেথ ওয়ারেন আট শতাংশ।