যুক্তরাষ্ট্রের হাতেও খাশোগি হত্যায় সৌদি সংশ্লিষ্টতার আলামত!

নখেঁাজের ঘটনায় এরদোয়ানকে ফোন সৌদি বাদশাহর

প্রকাশ | ১৬ অক্টোবর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
তুরস্কের সৌদি কনস্যুলেটের ভেতরেই অনুসন্ধানী সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা করা হয়েছে বলে মনে করছে যুক্তরাষ্ট্র। এ সংক্রান্ত আলামতও তাদের হাতে পেঁৗছেছে। অনিধাির্রত গোয়েন্দা সূত্রে মাকির্ন সংবাদমাধ্যম ‘সিএনএন’ এই দাবি করেছে। তবে ওই সূত্র সিএনএনকে জানিয়েছে, এখন পযর্ন্ত ওয়াশিংটনের পযাের্লাচনায় এমনটাই মনে করা হচ্ছে, তবে এটিই তাদের চ‚ড়ান্ত মূল্যায়ন নয়। তুরস্ক এ ঘটনায় সৌদি সংশ্লিষ্টতার আলামত থাকার দাবি করলেও রিয়াদ তা অস্বীকার করে আসছে। এখনো এ ব্যাপারে তুরস্ক কিংবা সৌদি কতৃর্পক্ষের সঙ্গে কোনো আলাপ হয়নি মাকির্ন প্রশাসনের। শিগগিরই তারা খাশোগি নিখেঁাজের ঘটনায় দুই দেশের কাছে তথ্য সংগ্রহ করবে। সংবাদসূত্র : সিএনএন, ট্রিবিউন, বিবিসি, রয়টাসর্ জামাল খাশোগি গত ২ অক্টোবর প্রয়োজনীয় কাগজপত্র নিতে তুরস্কের ইস্তাম্বুল শহরের সৌদি কনস্যুলেটে প্রবেশের পর আর বের হননি। সৌদি আরব অবশ্য বলছে, খাশোগি কনস্যুলেট ভবন থেকে বের হয়ে গেছেন। তবে তুরস্কের পক্ষ থেকে এর প্রমাণ চাওয়া হলে তা সরবরাহে ব্যথর্ হয়েছে রিয়াদ। তুরস্কের দাবি, তাদের তদন্তকারীদের হাতে নিশ্চিত প্রমাণ রয়েছে কনস্যুলেট ভবনের ভেতরে খাশোগিকে হত্যা করা হয়েছে। গত সপ্তাহে তুরস্কে আসা ১৫ সদস্যের একটি সৌদি দল এই হত্যাকাÐ ঘটিয়েছে বলে অভিযোগ আঙ্কারার। গোয়েন্দা সংশ্লিষ্ট এক মাকির্ন কমর্কতার্ সিএনএনকে বলেছেন, খাশোগিকে প্রলোভন দেখিয়ে সৌদি আরবে ফিরিয়ে নেয়া ও তাকে আটক করার প্রশ্নে সৌদি কমর্কতাের্দর একটি পরিকল্পনামূলক আলোচনায় বাধা দিয়েছিল যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের ‘পযাের্লাচনা’য় দেখা গেছে, খাশোগিকে ইস্তাম্বুলের কনস্যুলেটের ভেতরে হত্যা করা হয়েছে। ওই কমর্কতার্ বলেন, ‘আমরা বেশ পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি, এটা ঘটেছে এবং তা ভালোভাবে সমাপ্ত হয়নি।’ তবে তিনি সতকর্ করেছেন, এটা সবের্শষ মূল্যায়ন এবং এ নিয়ে উপসংহারে পেঁৗছানো হয়নি। যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ এক প্রশাসনিক কমর্কতার্ জানান, গত সপ্তাহে মাকির্ন ধমর্যাজক অ্যান্ড্রু ব্রানসনকে তুরস্ক থেকে ফিরিয়ে নেয়ার প্রশ্নে যুক্তরাষ্ট্রের ক‚টনীতিকরা ব্যস্ত ছিলেন। সে কারণে খাশোগির ঘটনায় তুরস্কের সঙ্গে খুব একটা আলোচনা করতে পারেনি যুক্তরাষ্ট্র। তবে এরই মধ্যে ব্রানসন মুক্তি পেয়ে যুক্তরাষ্ট্রে ফিরেছেন। মাকির্ন কমর্কতার্ সূত্রে সিএনএন জানিয়েছে, ওয়াশিংটন এখন খাশোগি নিখেঁাজের ঘটনায় তুরস্কের কাছ থেকে তথ্য সংগ্রহ করবে। সৌদি কতৃর্পক্ষের কাছ থেকেও কোনো বক্তব্য পায়নি ওয়াশিংটন। শুক্রবার ট্রাম্প বলেছেন, তিনি এখনো সৌদি বাদশাহ সালমানের সঙ্গে খাশোগি নিখেঁাজের ব্যাপারে আলোচনা করেননি। শিগগিরই এ ব্যাপারে কথা বলবেন বলে জানান ট্রাম্প। এরদোয়ানকে ফোন সৌদি বাদশাহর সাংবাদিক জামাল খাশোগির নিখেঁাজ হওয়ার ঘটনায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। রাষ্ট্রীয় সৌদি বাতার্ সংস্থা জানিয়েছে, রোববার দুই দেশের শীষর্ নেতার মধ্যে এই ফোনালাপ হয়। টেলিফোনালাপে খাশোগির নিখেঁাজ হওয়ার ব্যাপারে তদন্ত করার জন্য দুই দেশের যৌথ ওয়াকির্ং কমিটি গঠনে সম্মত হওয়ায় তুরস্ককে ধন্যবাদ জানান সৌদি বাদশাহ সালমান। আঙ্কারার সঙ্গে রিয়াদের সকল ক্ষেত্রে সম্পকর্ ও সহযোগিতা শক্তিশালী করার ওপর জোর দেন তিনি। সৌদি বাদশাহ ফোনালাপে বলেন, দুই দেশের ভাতৃপ্রতিম সম্পকর্ নষ্ট করার ক্ষমতা কারও নেই।