বিশ্বাস করেন ট্রাম্প পুতিন হয়তো গুপ্ত হত্যায় জড়িত, তবে যুক্তরাষ্ট্রে না

প্রকাশ | ১৬ অক্টোবর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
মাকির্ন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি বিশ্বাস করেনÑ রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন হয়তো গুপ্তহত্যা ও বিষপ্রয়োগে যুক্ত থাকতে পারেন। তবে এ ঘটনার গম্ভীরতা দূর করে দিয়ে ট্রাম্প জানিয়েছে, এসব হত্যাকাÐ কিংবা বিষপ্রয়োগের ঘটনা যুক্তরাষ্ট্রের মাটিতে ঘটেনি। ‘সিবিএস’ টিভিতে দেয়া এক সাক্ষাৎকারে রোববার ট্রাম্প একথা বলেন। সংবাদসূত্র : এনডিটিভি চ্যানেলটির ‘৬০ মিনিটস’ নামের ওই অনুষ্ঠানে ট্রাম্প এদিন প্রেসিডেন্ট হিসেবে প্রথমবারের মতো অংশ নেন। এর আগে ২০১৬ সালের নভেম্বরে মাকির্ন প্রেসিডেন্ট নিবার্চনে জয় লাভের পর (তখনো দায়িত্ব গ্রহণ করেননি) ওই অনুষ্ঠানে সাক্ষাৎকার দিয়েছিলেন। পুতিন গুপ্তহত্যা ও বিষপ্রয়োগে জড়িত কিনা, সিবিএস টিভির সঞ্চালক লেসলি স্টলের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘হয়তো তিনি, হ্যঁা। সম্ভবত। তবে আমি তাদের (রাশিয়া) ওপর ভরসা রাখি; এটি আমাদের দেশে ঘটেনি।’ রাশিয়ায় ভিন্ন মতাবলম্বী, সাংবাদিক ও পুতিনের বেশ কয়েকজন সমালোচক বিষপ্রয়োগের শিকার হয়েছেন, কিংবা রহস্যজনকভাবে মারা গেছেন।