আসছে সৌদি বয়ান

জিজ্ঞাসাবাদে ভুলে খাশোগির মৃত্যু!

বাদশাহর সঙ্গে সাক্ষাৎ পম্পেওর

প্রকাশ | ১৭ অক্টোবর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
মঙ্গলবার সৌদি বাদশাহর সঙ্গে বৈঠকে মাইক পম্পেও
সৌদি আরবের রাজপরিবারের কঠোর সমালোচক ও সাংবাদিক জামাল খাশোগি জিজ্ঞাসাবাদ চলাকালে মারা গেছেনÑ এমন কথা মেনে নেয়ার কথা ভাবছে দেশটি। এমনভাবে জিজ্ঞাসাবাদ করাটা যে ভুল পদক্ষেপ ছিল, সেটিও সৌদি মেনে নিতে পারে। সোমবার যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ‘সিএনএ’ ও ‘ওয়াল স্ট্রিট জানাের্লর প্রতিবেদনে এমনটি উঠে এসেছে। তবে সেই প্রতিবেদন এখনো চ‚ড়ান্ত হয়নি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এদিকে, খাশোগি ইস্যুতে মঙ্গলবার সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের সঙ্গে সাক্ষাৎ করেছেন মাকির্ন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। উদ্ভূত পরিস্থিতিতে বিশেষ আলোচনার জন্য তাকে সৌদি আরব ও তুরস্কে পাঠান ট্রাম্প। সংবাদসূত্র : বিবিসি, সিএনএন, আল-জাজিরা খাশোগি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কঠোর সমালোচক হিসেবে পরিচিত ছিলেন। তুরস্কের একজন নারীকে বিয়ে করতে আগের স্ত্রীর সঙ্গে বিবাহ-বিচ্ছেদের কাগজপত্র নিতে গত ২ অক্টোবর ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে প্রবেশের পর তার কোনো খেঁাজ মিলছে না। তুরস্কের কমর্কতার্রা জানান, তাদের ধারণা, তাকে হত্যা করা হয়েছে। তবে সৌদি আরব তাকে হত্যা করার কথা বরাবরই অস্বীকার করে আসছে। তবে বিশ্বব্যাপী ক্রমাগত চাপ বাড়তে থাকায় সৌদি আরব এমন একটি প্রতিবেদন তৈরি করছে, যাতে বলা হবেÑ যুবরাজ মোহাম্মদ বিন সালমান খাশোগিকে জিজ্ঞাসাবাদ বা আটক করে দেশে নিয়ে আসার বিষয়টি অনুমোদন করেন। কিন্তু গোয়েন্দা কমর্কতার্রা তা করতে ব্যথর্ হন। একজন গোয়েন্দা কমর্কতার্ জিজ্ঞাসাবাদের একপযাের্য় ভুলবশত তাকে হত্যা করেন। পরে ওই কমর্কতার্ নিজেকে বঁাচানোর জন্য বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করেন। এর আগে সিএনএন একই ধরনের সংবাদ প্রকাশ করেছে। সিএনএনকে আরেকটি সূত্র বলেছে, কোনো স্বচ্ছ তদন্ত ছাড়াই সম্ভাব্য হত্যাকাÐের সঙ্গে জড়িতদের ওই রিপোটের্ দোষী সাব্যস্ত করা হবে। আরেকটি সূত্র বলেছে, এরই মধ্যে রিপোটর্ তৈরি করা হয়ে গেছে এবং সত্যকে পাল্টে দেয়ার জন্যই তা করা হয়েছে। মাকির্ন ডেমোক্রেট পাটির্র সিনেটর বিল নেলসনের মতে, ‘আসল কাহিনী চাপা দেয়ার জন্য সৌদি আরব মিথ্যা কাহিনী রচনা করেছে।’ নিউইয়কর্ টাইমসের মতে, সৌদি সরকার এমন একটা অবস্থা তৈরি করতে চাইছে, যাতে দেখানো হবে, যুবরাজ সালমান এই বিব্রতকর ঘটনায় জড়িত ছিলেন না। তবে খবরে বণির্ত এই বয়ান অস্বীকার করেছেন নিখেঁাজ সাংবাদিক খাশোগির বন্ধু, মানবাধিকার কমীর্ ও মাকির্ন রাজনীতিকরা। মাকির্ন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ধরনের প্রতিবেদনের বিষয়টি নিশ্চিত করতে পারেননি। তিনি বলেন, ‘আমি ওই প্রতিবেদনের বিষয়টি শুনেছি। কিন্তু কেউ জানে না এটা আনুষ্ঠানিক প্রতিবেদন কিনা। তাই এখন পযর্ন্ত এটা গুজব। একটি প্রতিবেদন প্রকাশিত হওয়ার গুজব।’ এদিকে, মাকির্ন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও খাশোগি নিখেঁাজের ঘটনায় সৌদি বাদশাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন। ক‚টনীতিক সূত্র বলছে, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে খাশোগির বিষয়ে টেলিফোনে সৌদি বাদশাহর যে আলোচনা হয়েছে, সেটিকে আরও এগিয়ে নিতেই সৌদি সফরে যান পম্পেও। সম্প্রতি তেলের দাম বৃদ্ধি নিয়ে সৌদি আরবের ওপর চটে আছেন মাকির্ন প্রেসিডেন্ট ট্রাম্প। খাশোগি ইস্যুতে ট্রাম্প একদিকে বলেছেনÑ সৌদি আরব জড়িত থাকলে কঠোর শাস্তি দেবেন, আবার একই সঙ্গে রিয়াদের সঙ্গে করা লোভনীয় অস্ত্রচুক্তি বাতিলের সম্ভাবনাও নাকচ করে দিয়েছেন তিনি। এমন প্রেক্ষাপটে সৌদি বাদশাহর সঙ্গে সাক্ষাৎ ট্রাম্পের ‘বিশেষ দূত’ পম্পেও’র।