ভারতে দুই খুনের মামলায় ‘ধমর্গুরু’র যাবজ্জীবন

প্রকাশ | ১৭ অক্টোবর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
আশ্রমের ভেতর দুই নারীকে হত্যার সঙ্গে সম্পৃক্ততা প্রমাণিত হওয়ায় হরিয়ানার আদালত মঙ্গলবার ভারতের স্বঘোষিত ধমর্গুরু রামপাল মহারাজকে যাবজ্জীবন কারাদÐ দিয়েছে। হরিয়ানার হিশারের সেশন আদালতে গত সপ্তাহেই তিনি ২৬ অনুসারীসহ খুনের দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন। সংবাদসূত্র : এএনআইএ, এনডিটিভি আশ্রমের ভেতর দুই নারীকে স্বঘোষিত এই ধমর্গুরু ও তার অনুসারীরা হত্যা করেছিলেন, নিহতদের স্বামীদের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা দুটি হয়েছিল। হত্যাকাÐের সময় তাদের বেঁধে রাখা হয়েছিল বলেও অভিযোগ দুই স্বামীর। আদালত তার রায়ে হিশারের সাতলক আশ্রমের ভেতর অন্যায়ভাবে লোকজনকে আটকে রাখা, খুন ও অন্যান্য অপরাধে রামপাল এবং তার অনুসারীদের দোষী সাব্যস্ত করে। হিশারের জেলখানার ভেতর বানানো বিশেষ আদালতে প্রায় চার বছরের বিচার শেষে এই রায় এলো। ২০১৪ সালের নভেম্বরে সাতলক আশ্রম থেকে আটক করার পর এই জেলখানাতেই বিতকির্ত এই ধমর্গুরু ও তার অনুসারীরা বন্দি। রামপাল যে গোষ্ঠীর ধমর্গুরু, তারা মূলত পঞ্চদশ শতকের কবি কবিরের অনুসারী; যার বাতার্ ছিলÑ বিভিন্ন বিশ্বাসের অনুসারীদের মধ্যে সহনশীলতার চচার্ করা।