আনোয়ার ইব্রাহিম এখনই মন্ত্রিসভায় যাচ্ছেন না

প্রকাশ | ১৭ অক্টোবর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
আনোয়ার ইব্রাহিম
মালয়েশিয়ার অন্যতম রাজনৈতিক দল ‘পিকেআর’র জনপ্রিয় নেতা এবং পোটর্-ডিকসনের উপ-নিবার্চনে সদ্য বিজয়ী নেতা আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, এই মুহ‚তের্ মন্ত্রিসভায় যোগ দেয়ার কোনো পরিকল্পনা তার নেই। মন্ত্রিসভায় কোনো গুরুত্বপূণর্ পদের দিকে তার নজর রয়েছে কিনাÑ এমন প্রশ্নের উত্তরে আনোয়ার কৌতুক করে বলেন, ‘আপনারা কি আমাকে এমন কোনো পদের জন্য প্রস্তাব দিচ্ছেন? যদি আপনারা তাই করেন, তবে আমি পুনবিের্বচনা করে দেখবো।’ সোমবার দেশটির পালাের্মন্ট ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘না, আমি এখনো আগের সিদ্ধান্তেই অটল রয়েছি। মন্ত্রিসভার কোনো পদ দখল করার আমার কোনো পরিকল্পনা নেই। আমি আমার বতর্মান অবস্থায় ভালো আছি।’ একইসঙ্গে আনোয়ার বলেন, মালয়েশিয়ার অষ্টম প্রধানমন্ত্রী হওয়ার জন্য এই মুহ‚তের্ তার কোনো পরিকল্পনা নেই। কারণ, মাহাথির মোহাম্মদকে সরকার পরিচালনা করার সুযোগ দেয়া প্রয়োজন। প্রসঙ্গত, গত শনিবার অনুষ্ঠিত উপ-নিবার্চনে মোট ভোটের ৭১ ভাগ পেয়ে জয়ী হন। এর মধ্য দিয়ে তিনি দেশটির প্রধানমন্ত্রী হওয়ার পথে আরও একধাপ এগিয়ে গেছেন। সংবাদসূত্র : দ্য স্টার