ক্রিমিয়ার কলেজে বোমা হামলা :১৮ জন নিহত

প্রকাশ | ১৮ অক্টোবর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা ক্রিমিয়ায় একটি কলেজে বুধবার বোমা হামলায় কমপক্ষে ১৮ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় কমর্কতার্রা জানান, রাশিয়া যেখানে ক্রিমিয়ার সঙ্গে যোগাযোগের জন্য একটি সেতু নিমার্ণ করছে, সেই কেচর্ এলাকার টেকনিক্যাল কলেজে ওই বিস্ফোরণটি ঘটানো হয়। রাশিয়ার ন্যাশনাল গাডের্র কমর্কতার্রা এ ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে বণর্না করেছেন। প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, হতাহতদের অধিকাংশই ওই কলেজের শিক্ষাথীর্। সংবাদসূত্র : বিবিসি, রয়টাসর্ কলেজের পরিচালক বলেন, কিছু সশস্ত্র লোক কলেজ ভবনে ঢুকে ওই হামলা চালায়। সেগের্ই মেলিকভ নামের ওই কমর্কতার্ বলেন, একটি ইম্প্রোভাইসড বিস্ফোরক ডিভাইস দিয়ে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে। তদন্তকারীদের দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ধাতব বস্তু’ ভতির্ বিস্ফোরক ডিভাইসটি কলেজের ডাইনিং এলাকায় বিস্ফোরণ ঘটানো হয়। ক্রিমিয়ার রুশ সমথির্ত নেতা সেগের্ই আকসেনভ বাতার্ সংস্থা ‘তাস’কে বলেছেন, ‘বিস্ফোরণের পর গোলাগুলির যে খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, তা সত্য নয়। বতর্মানে সেখানকার পরিস্থিতি শান্ত রয়েছে। হতাহতদের স্মরণে তিনদিনের শোক ঘোষণা করেছেন তিনি।