শিশু জয়নাবের ধষর্ণকারী ইমরানের ফঁাসি কাযর্কর

প্রকাশ | ১৮ অক্টোবর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
জয়নাব আমিন
পাকিস্তানে ছয় বছর বয়সী শিশু জয়নাব আমিনকে ধষের্ণর পর হত্যাকারী ইমরান আলির মৃত্যুদÐ কাযর্কর হয়েছে। বুধবার ভোরে কোট লাখপাত কারাগারে তার দÐ কাযর্কর করা হয়। ম্যাজিস্ট্রেট ও জয়নাবের বাবা মোহাম্মদ আমিন মৃত্যুদÐ কাযর্করের সময় উপস্থিত ছিলেন। সংবাদসূত্র : ডন, বিবিসি গত জানুয়ারিতে একটি ময়লার ভাগাড়ে শিশু জয়নাবের লাশ পাওয়া যায়। তাকে ধষের্ণর পর শ্বাসরোধ করে হত্যা করা হয়। এ ঘটনার পর বিক্ষোভে ফেটে পড়ে গোটা পাঞ্জাব। এমনকি বিক্ষোভে জনতার ওপর পুলিশ গুলি চালালে দুইজন নিহত হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও জয়নাব হত্যার ঘটনা ব্যাপক সাড়া ফেলে। ‘হ্যাশট্যাগ জাস্টিস ফর জয়নাব’ লিখে প্রতিক্রিয়া জানিয়েছিলেন চলচ্চিত্র ও ক্রিকেট তারকারাও। শেষ পযর্ন্ত পুলিশ এ ঘটনায় একমাত্র আসামি ইমরান আলিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গত ফেব্রæয়ারিতে পাকিস্তানের নিম্ন আদালত ইমরানকে মৃত্যুদÐের আদেশ দেয়। চলতি মাসে পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি তার সাধারণ ক্ষমার প্রাথর্নাও প্রত্যাখ্যান করেন। জয়নাবের বাবা আমিন আনসারি মৃত্যুদÐ কাযর্করের পর ‘সন্তোষ’ প্রকাশ করেছেন। তিনি বুধবার এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমি তার (ইমরান) ভয়ঙ্কর মৃত্যু নিজ চোখে দেখেছি।’ কতৃর্পক্ষ ফঁাসি কাযর্করের ঘটনাটি টেলিভিশনে সরাসরি সম্প্রচার করেনি বলে দুঃখ প্রকাশ করেন তিনি। আমিন আনসারি আরও বলেন, আজ জয়নাব বেঁচে থাকলে তার বয়স সাত বছর দুই মাস হতো। তার মা শোকে মূহ্যমান হয়ে পড়েছে। জয়নাবের পরিবারের অভিযোগ, নিখেঁাজের অভিযোগ করা হলেও লাশ পাওয়ার আগ পযর্ন্ত পঁাচ দিন ধরে পুলিশ কোনো পদক্ষেপই নেয়নি। এদিকে, পুলিশ নয়, শেষ কোথায় জয়নাবকে দেখা গিয়েছিল তা সিসিটিভি ফুটেজ ঘেঁটে খুঁজে বের করে স্বজনরা। ওই ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি একটি বালিকাকে সঙ্গে করে নিয়ে যা"েছ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ফুটেজ ছড়িয়ে পড়ে। অবশেষে ২৩ জানুয়ারি ডিএনএ নমুনা মিলে যাওয়ার পর ২৪ বছর বয়সী ইমরান আলিকে গ্রেপ্তার করে পুলিশ। উল্লেখ্য, ইমরান আলিকে আরও ছয়টি শিশুর বিরুদ্ধে একই ধরনের অপরাধের জন্য দায়ী করা হয়। এর আগে জনসম্মুখে অপরাধী ইমরানের ফঁাসি কাযর্করের জন্য আবেদন জানিয়েছিলেন জয়নাবের বাবা। কিন্তু লাহোর হাইকোটর্ ওই আবেদন খারিজ করে দেয়। পুলিশ জানায়, ঘটনার আগের দুই বছরে কাসুরে এ ধরনের বেশ কয়েকটি শিশুহত্যার ঘটনা ঘটেছে।