থেরেসার প্রস্তাবে বেক্সিট প্রক্রিয়ায় অচলাবস্থা

প্রকাশ | ২০ অক্টোবর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র প্রস্তাবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার বিষয়ে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। সমঝোতার জন্য আগামী নভেম্বরে বিশেষ যে সম্মেলনের আয়োজন করার কথা ছিল, তা থেকেও ইইউ নেতারা সরে আসতে পারেন বলে জানা গেছে। সংবাদসূত্র : সিএনএন, বিবিসি ইউরোপীয় পালাের্মন্টের প্রধান অ্যান্তোনিও তাজানি জানিয়েছেন, বেলজিয়ামের ব্রাসেলসে অনুষ্ঠিত বুধবারের বৈঠকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর প্রস্তাবে নতুন কিছু নেই। থেরেসা মে বলেছেন, আরও বেশি প্রয়োজন হতে পারে। ইইউ নেতারা সমঝোতার চেষ্টা অব্যাহত রাখার পক্ষে। তবে নভেম্বরে সম্ভাব্য বিশেষ সম্মেলনে তেমন কিছু হবে না বলেও নেতারা আশঙ্কা করছেন। সমঝোতা হবে নাÑ এমন ধারণা নিয়েই থাকার নিদের্শনা দিয়েছেন। পালাের্মন্টের প্রধান বলেছেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে ১৫ মিনিট বক্তব্য দিয়েছেন। তার উদ্দেশ্য ভালো। কিন্তু তাতে সমঝোতার জন্য ফলপ্রসূ কিছু নেই। মে ব্রেক্সিট প্রক্রিয়া শেষ করতে আরও কয়েক মাস সময় লাগতে পারে বলে মনে করছেন। আগামী মাচের্ যুক্তরাজ্য ইইউ ছেড়ে যাবে। তবে পুরো প্রক্রিয়া শেষ হবে ২০২০ সালের শেষ দিকে।