তাইওয়ান নিয়ে ফের যুক্তরাষ্ট্রকে হুশিয়ারি চীনের

প্রকাশ | ২০ অক্টোবর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
তাইওয়ানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে ফের হুশিয়ারি দিয়েছে চীন। শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু ক্যাংগ এক সংবাদ সম্মেলনে বলেন, তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য অংশ। যুক্তরাষ্ট্র এখানে কোনোভাবেই নাক গলাতে পারে না। সংবাদসূত্র : রয়টাসর্, সিনহুয়া চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রকে তাইওয়ানের কাছে সব ধরনের অস্ত্র বিক্রি বন্ধ করতে হবে। এছাড়া চীনের সঙ্গে সুসম্পকর্ রাখতে চায়, এমন দেশেও যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ কোনোভাবেই মেনে নেয়া হবে না। এছাড়াও তিনি অভিযোগ করে বলেন, যুক্তরাষ্ট্র চীনের বিরুদ্ধে বিশ্বব্যাপী অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে লু ক্যাংগ বলেন, ওয়াশিংটন অপপ্রচার চালাচ্ছে যে, চীন তাদের আসন্ন মধ্যবতীর্ নিবার্চনে হস্তক্ষেপ করার চেষ্টা করছে। উল্লেখ্য, চীন বহুবার ঘোষণা করেছে, তাইওয়ান হচ্ছে দেশটির অবিচ্ছেদ্য অংশ। তাইওয়ানের স্বাধীনতা কখনোই মেনে নেয়া হবে না। স্বাধীনতা ঘোষণা করলে তাইওয়ানকে সামরিক উপায়েই জবাব দেয়া হবে। আগের মাকির্ন সরকারগুলো চীন-তাইওয়ান সম্পকের্র বিষয়টি মেনে নিলেও ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর তাইওয়ানের সঙ্গে সখ্য বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। এমন কি সম্প্রতি বিশাল অংকের অস্ত্র বিক্রির ঘোষণাও দিয়েছে, যা চীনকে ক্ষুব্ধ করেছে।