অসময়ে চেরি ফুলে ছেয়ে গেছে জাপান

প্রকাশ | ২০ অক্টোবর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
একেবারেই অপ্রত্যাশিতভাবে শরৎকালে বিখ্যাত চেরি ফুলে ছেয়ে গেছে জাপান। যে ফুলকে জাপানিরা বলে ‘সাকুরা’। আবহাওয়া সংস্থা ‘ওয়েদারনিউজ’ মানুষের মুখ থেকে শুনে অকালে এ ফুল ফোটার খবর দেয়। সংবাদসূত্র : বিবিসি সাধারণত বসন্তে সপ্তাহ দু’য়েকের জন্য ফোটে এই গোলাপি আর সাদা চেরি ফুল। এ ফুলের শোভা দেখতে বিশ্বের নানা প্রান্ত থেকে পযর্টকরা ভিড় করেন জাপানে। কিন্তু এবার অক্টোবরেই বহু মানুষ জানিয়েছেন, তারা তাদের আশপাশের এলাকায় চেরি ফুল ফুটতে দেখেছেন। বিশেষজ্ঞরা বলছেন, পরপর টাইফুনের জেরেই হয়তো এমনটি ঘটেছে। জাপানের ‘ফ্লাওয়ার অ্যাসোসিয়েশন’র গাছের ডাক্তার হিরোয়ুকি ওয়াডা স্থানীয় ‘এনএইচকে’ সম্প্রচার মাধ্যমকে বলেন, অতীতেও এমন হয়েছে। তবে এত বেশি সংখ্যক চেরি ফুল ফোটার ঘটনা এর আগে কখনো দেখেছেন বলে মনে করতে পারছেন না। তিনি জানান, চেরি গাছের পাতা থেকে সাধারণত একটি হরমোন বের হয়। এই হরমোনের কারণে ফুলের কুঁড়ি ফুটতে পারে না। কিন্তু এবার শক্তিশালী টাইফুনের কারণে চেরি গাছের পাতা ঝরে গেছে। হয়তো সে কারণেই অসময়ে ফুলে ছেয়ে গেছে গাছ। তাছাড়া, ঝড়ের পরে উষ্ণ তাপমাত্রাও হয়তো ফুল ফোটায় সহায়ক হয়েছে।