আফগানিস্তানে বন্যা প্রাণহানি ২০০ ছাড়িয়ে যেতে পারে

প্রকাশ | ৩১ জুলাই ২০২১, ০০:০০

যাযাদি ডেস্ক
আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভারী বৃষ্টির পর দেখা দেওয়া আকস্মিক বন্যায় প্রাণহানি ২০০ ছাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বন্যায় তালেবান নিয়ন্ত্রিত দুর্গম একটি গ্রামের অনেক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকে কাদা ও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। গত বুধবার রাতে বন্যার সময় নুরিস্তান প্রদেশের ওই গ্রামটির বেশির ভাগ বাসিন্দাই ঘুমিয়ে ছিলেন। যে কারণে তারা সামান্য প্রস্তুতিও নিতে পারেননি। বৃহস্পতিবার রাত পর্যন্ত স্থানীয়রা নুরিস্তানের কামদেশ থেকে ৮০টির মতো মৃতদেহ উদ্ধার করতে পেরেছেন। নিখোঁজ এখনো শতাধিক। সেখানে উদ্ধারকারী দল পাঠানো নিয়ে তালেবানের সঙ্গে আফগান সরকারের আলোচনা চলছে। তালেবান কর্মকর্তারা বলছেন, আকস্মিক এ বন্যায় অন্তত দেড়শ জনের মৃতু্য হয়েছে। সংবাদসূত্র: বিবিসি