দোভাষী ও পরিবারের সদস্যসহ ২ শতাধিক আফগান যুক্তরাষ্ট্রে

প্রকাশ | ৩১ জুলাই ২০২১, ০০:০০

যাযাদি ডেস্ক
আফগান দোভাষী ও তাদের পরিবারের সদস্যসহ আফগানিস্তানের দুই শতাধিক নাগরিককে বহনকারী একটি বিমান যুক্তরাষ্ট্রে পৌঁছেছে। তারা সবাই আফগানিস্তানে মার্কিন সামরিক বাহিনীর পক্ষে কাজ করেছিলেন। স্থানীয় সময় শুক্রবার ভোররাতে ওয়াশিংটন ডালাস আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। সংবাদসূত্র : আল-জাজিরা, বিবিসি মার্কিন সরকারের এ সংক্রান্ত একটি নথি হাতে পেয়েছে বার্তা সংস্থা 'এপি'। ওই নথিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে পৌঁছানো ওই বিমানটিতে ২২১ জন আফগান নাগরিক ছিলেন। তাদের মধ্যে ৫৭ জন অল্প বয়সী শিশু ছাড়াও রয়েছে ১৫ জন সদ্যোজাত। এছাড়া বাণিজ্যিক ফ্লাইট ট্র্যাকিং সার্ভিস 'ফ্লাইটঅ্যাওয়ার' জানিয়েছে, শুক্রবার ভোরে ওই বিমানটি ওয়াশিংটনের ডালাস এয়ারপোর্টে অবতরণ করেছে। যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ঘোষণার পর থেকে তালেবানের দৌরাত্ম্য দিন দিন বাড়তে থাকায় এতদিন যেসব আফগান নাগরিক মার্কিন বাহিনীর দোভাষী হিসেবে কাজ করেছেন, তাদের জীবনের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। পাশাপাশি, গত কয়েকদিনে তালেবান যোদ্ধারা দেশের বেশ কিছু এলাকা নিজেদের দখলে আনতে সক্ষম হওয়ায় এই ঝুঁকি আরও গুরুতর রূপ নিয়েছে।