কাবুলে ভোট চলার সময় বোমা বিস্ফোরণ শিশু নিহত

প্রকাশ | ২১ অক্টোবর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
আফগানিস্তানের পালাের্মন্ট নিবার্চনের ভোটগ্রহণ চলাকালে রাজধানী কাবুলে শনিবার বেশ কয়েকটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এক শিশু নিহতসহ কয়েক ডজন লোক আহত হয়েছে। ইতালীয় বেসরকারি সংস্থা ‘ইমাজেির্ন্স’ এক টুইটার বাতার্য় জানিয়েছে, অন্তত ৩০ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।’ সংবাদসূত্র : বিবিসি, এএফপি আফগান কমর্কতার্রা হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তারা কোনো সংখ্যা জানাননি। এর আগে তালেবানের পক্ষ থেকে ভোট বয়কটের আহŸান জানানো হয়েছিল। গোষ্ঠীটি হুশিয়ারি দিয়ে বলেছিল, ‘নিজেদের প্রাণের সুরক্ষার জন্য’ ভোট বয়কট করা উচিত। কাবুলের উত্তরের একটি ভোটকেন্দ্রে বিস্ফোরণের পর সেখান থেকে ভোটারদের পালাতে দেখা গেছে। এর আগে বৃহস্পতিবার কান্দাহারে তালেবানের হামলায় প্রাদেশিক পুলিশপ্রধান জেনারেল আবদুল রাজিক নিহত হন। ওই হামলায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান যুক্তরাষ্ট্রের কমান্ডার জেনারেল স্কট মিলার। এ ঘটনার পর কান্দাহারের ভোটগ্রহণ এক সপ্তাহ পিছিয়ে দেয়া হয়। সরকারি বাহিনীর কড়া নিরাপত্তা ও তালেবানের হুমকির মধ্যেই দীঘর্ প্রতীক্ষিত পালাের্মন্ট নিবার্চে শনিবার ন ভোট দিয়েছেন আফগানিস্তানের জনগণ। শনিবার স্থানীয় সময় সকাল ৭টা থেকে এ ভোটগ্রহণ শুরু হয় চলে বিকাল পযর্ন্ত।