মেক্সিকো সীমান্তে আটকা পড়েছে কয়েক হাজার অভিবাসী

প্রকাশ | ২১ অক্টোবর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
দক্ষিণ আমেরিকা থেকে যুক্তরাষ্ট্র অভিমুখী কয়েক হাজার অভিবাসনপ্রত্যাশী মেক্সিকো সীমান্ত আটকা পড়েছে। গুয়াতেমালা সীমান্তে আটকে পড়া এসব লোক মেক্সিকো সীমান্তের কঁাটাতারের বেড়া ভাঙার চেষ্টা করলে নো-ম্যানস ল্যান্ড এলাকায় মেক্সিকোর পুলিশের সঙ্গে সংঘষর্ও হয়। সংবাদসূত্র : বিবিসি এদিকে, অভিবাসনপ্রত্যাশীদের এই স্রোত ঠেকানোর চেষ্টা করায় শুক্রবার মেক্সিকোকে ধন্যবাদ জানিয়েছেন মাকির্ন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে ট্রাম্প হুমকি দিয়ে বলেছিলেন, যেসব দেশ অভিবাসীদের ঢল যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেবে, তাদের সঙ্গে সীমান্ত বন্ধ এবং ত্রাণ সহায়তা বন্ধ করে দেয়া হবে। প্রয়োজন পড়লে সীমান্তে সেনা পাঠানো হবে বলেও হুশিয়ারি দিয়েছিলেন তিনি। অভিবাসনপ্রত্যাশীদের অধিকাংশই হন্ডুরাস থেকে আসা। মূলত দেশটিতে বিরাজমান সংঘাতময় পরিস্থিতি ও দরিদ্রতা থেকে বঁাচতে তারা যুক্তরাষ্ট্র অভিমুখে রওনা হয়েছিল। এসব অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে নারী ও শিশু রয়েছে। গুয়াতেমালা ও মেক্সিকো সীমান্ত দিয়ে প্রবাহিত সুচিয়াতি নদীর ওপর যে সেতু রয়েছে, সেখানে থাকা কঁাটাতারের অস্থায়ী বেড়া ভেঙে ফেলার চেষ্টা করে অনেক অভিবাসী। এ সময় অনেকে পুলিশের ওপর অনেকে পাথর ছুড়ে মারে। এক পযাের্য় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস নিক্ষেপ করে।