সংবাদ সংক্ষপে

প্রকাশ | ২১ অক্টোবর ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
স্বাধীনতা :গণভোটের দাবি তাইওয়ানে যাযাদি ডেস্ক চীনের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণায় গণভোটের দাবিতে তাইওয়ানে বিক্ষোভ করেছে কয়েক হাজার মানুষ। শনিবার রাজধানী তাইপেতে এ বিক্ষোভ হয়েছে। চলতি বছর গণভোটের দাবিতে যে কয়টি বিক্ষোভ মিছিল হয়েছে, এটি সেগুলোর তুলনায় সবচেয়ে বড় ছিল। ছয় মাস আগে গঠিত ‘ফরমোসা অ্যালায়েন্স’ নামের একটি সংগঠন এই বিক্ষোভের আয়োজক ছিল। বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট তিসাই ইয়-ওয়েনের দল ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পাটির্র (ডিপিপি) সদর দপ্তরের সামনে জড়ো হয়েছিল। এই বিক্ষোভকে ‘অত্যন্ত সফল’ বলে মন্তব্য করেছেন আয়োজক সংগঠনের মুখপাত্র কেনি চুং। তাইওয়ানকে মূল ভ‚খÐের অংশ বলে দাবি করে চীন। অবশ্য স্বশাসিত তাইওয়ান এখনো আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার কোনো ঘোষণাও দেয়নি। ২০১৬ সালে তিসাই তাইওয়ানের প্রেসিডেন্ট নিবাির্চত হওয়ার পর চীনের সঙ্গে দেশটির সম্পকের্র অবনতি ঘটতে শুরু করে। চীনের সন্দেহ তিসাই আনুষ্ঠানিক স্বাধীনতা ঘোষণার পথে হঁাটতে যাচ্ছেন। শনিবার বিক্ষোভকারীরা জানিয়েছে, তিসাই সরকারের উচিত বেইজিংকে চাপপ্রয়োগ করা এবং তাদের ‘গ্রাস করে নেয়া’ ঠেকাতে স্বাধীনতার প্রশ্নে গণভোট দেয়া। বিক্ষোভকারীদের হাতে বেইজিংয়ের বিরুদ্ধে লেখা প্ল্যাকাডর্ ছিল। এগুলোর কোনোটিতে লেখা ছিল, ‘আর উত্ত্যক্ত নয়, আর দখল নয়।’ সংবাদসূত্র : রয়টাসর্ জুম্মু-কাশ্মিরের পৌর ভোটে গেরুয়া ঝড় যাযাদি ডেস্ক ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে পৌরসভা নিবার্চনে ‘গেরুয়া ঝড়’ উঠেছে। সেখানকার পুরভোটে বিজেপির জয়জয়কার। বিশেষ করে দক্ষিণ কাশ্মিরে এই গেরুয়া ঝড়ের দাপট সবচেয়ে বেশি। আর এই ফলকে যথেষ্ট তাৎপযর্পূণর্ই মনে করছে ভারতের রাজনৈতিক মহল। জম্মু-কাশ্মিরে গত ১৩ বছর পর পৌরসভার ভোট হয়েছে। অক্টোবরের শুরুতে নিবার্চন হয়। শনিবার সকাল থেকে শুরু হয়েছে ভোট গণনা। বেলা যত বেড়েছে ততই বিজেপির সঙ্গে লড়াই বেড়েছে কংগ্রেসের। দক্ষিণ কাশ্মিরের চারটি জেলাÑ অনন্তনাগ, কুলগাম, পুলওয়ামা ও সোপিয়ান, এই চার জেলায় বিজেপি চারটি পৌরসভা দখল করেছে। এই চার জেলা মূলত জঙ্গিঘঁাটি হিসেবে পরিচিত। এই চার জেলাতে প্রায়ই পুলিশ-সেনার সঙ্গে জঙ্গিদের লড়াই চলে। সেখানে বিজেপির এই সাফল্যকে তাৎপযর্পূণর্ হিসেবেই দেখা হচ্ছে। একই সঙ্গে বিজেপি যে সব এলাকায় জিতেছে, তার মধ্যে অধিকাংশ জায়গাই বিরোধী ঘঁাটি হিসেবে পরিচিত। সংবাদসূত্র : ইনডিয়ান এক্সপ্রেস শিশুসহ ৬ নারী জিম্মিকে মুক্তি দিয়েছে আইএস যাযাদি ডেস্ক সিরিয়ায় মুক্তিপণ ও বন্দি বিনিময়ের মাধ্যমে ২৭ দ্রæজ জিম্মির মধ্যে শিশুসহ ছয় নারীকে মুক্তি দিয়েছে ইসলামিক স্টেট (আইএস)। দেশটির সুইদা প্রদেশে গত জুলাইয়ে ভয়াবহ হামলা চালানোর সময় তারা এদেরকে জিম্মি করে। মানবাধিকার বিষয়ক সিরীয় পযের্বক্ষণ গ্রপের পরিচালক রামি আবদেল রহমান শনিবার বলেন, ‘গতরাতে সুইদা প্রদেশ থেকে দুই নারী ও চার শিশুকে মুক্তি দেয়া হয়েছে।’ তিনি আরও বলেন, আইএসের ৬০ কারাবন্দির মুক্তি এবং দুই কোটি ৭০ লাখ ডলারের মুক্তিপণের বিনিময়ে সব দ্রæজ জিম্মিকে মুক্তি দিতে সিরীয় সরকারের সঙ্গে করা একটি চুক্তির অংশ হিসেবে প্রথম ধাপে এদের মুক্তি দেয়া হলো। গত জুলাই মাসে সিরিয়ার দ্রæজ কমিউনিটির লোকজনের ওপর ভয়াবহ হামলা চলাকালে সুইদা থেকে প্রায় ৩০ জনকে অপহরণ করে এই জঙ্গি গ্রæপ। আর এদের অধিকাংশই নারী ও শিশু। সংবাদসূত্র : এএফপি অনলাইন কফিতেই বাড়বে আয়ু বলছে গবেষণা যাযাদি ডেস্ক নিয়ম করে কফি খেলেই আয়ু বাড়বে বলে জানিয়েছে গবেষণা। সম্প্রতি, কফি খাওয়া ও দীঘর্জীবী হওয়ার মধ্যে একটি যোগসূত্র খুঁজে পেয়েছেন ব্রিটিশ বিজ্ঞানীরা। পঁাচ লাখের বেশি মানুষের ওপর বিষয়টি নিয়ে গবেষণা চালানো হয়। যেখানে গবেষণা অন্তভুর্ক্ত প্রত্যেককেই দিনে ১-৮ কাপ কফি খাওয়ানো হয়। যার ফল ‘জামা ইন্টারনাল মেডিসিন’ নামে একটি মেডিকেল জানাের্ল প্রকাশিত হয়েছে। ‘ন্যাশনাল ক্যান্সার’ ইন্সটিটিউটের এক গবেষক জানান, ‘যারা প্রতিদিন ২-৩ কাপ করে কফি খেয়েছেন তাদের মৃত্যুর ঝুঁকি তুলনামূলকভাব কম। অন্যদিকে, যারা কফি খাননি, তাদের মৃত্যুর ঝুঁকি ১২ শতাংশের বেশি।’ পুরনো তথ্য ঘেঁটে উঠে এসেছে আরও একটি বিষয়। যেখানে বলা হয়েছে, দিনে ৩-৪ কাপ কফি খাওয়া স্বাস্থ্যের ওপর ভালো প্রভাব ফেলতে পারে। যেটি আবার গত বছর ব্রিটিশ মেডিকাল জানাের্ল প্রকাাশিত হয়েছে। প্রায় একই তথ্য উঠে এসেছে স্প্যানিশ গবেষকদের গবেষণাতেও। সংবাদসূত্র : ডেইলি মেইল