'ইরানের সঙ্গে উত্তেজনা বাড়ানোর ইচ্ছা নেই'

প্রকাশ | ০২ আগস্ট ২০২১, ০০:০০

ম যাযাদি ডেস্ক
ইরাকের রাজধানী বাগদাদে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ম্যাথিউ টুয়েলার বলেছেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে; বিশেষ করে ইরাকে ইরানের সঙ্গে উত্তেজনা বাড়ানোর কোনো অভিপ্রায় তাদের নেই। তিনি ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাসেম আল-রাজির সঙ্গে এক সাক্ষাতে এমন মন্তব্য করেছেন। সংবাদসূত্র : রয়টার্স তাদের ওই বৈঠকে মার্কিন শীর্ষ সেনা কর্মকর্তা জেনারেল কালফের্ট উপস্থিত ছিলেন। ইরাকে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বলেন, ইরানের সঙ্গে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার যেকোনো প্রচেষ্টাকে স্বাগত জানায় তার দেশ। এ ছাড়া, ইরানের সঙ্গে উত্তেজনা বাড়ানোর কোনো ইচ্ছা ওয়াশিংটনের নেই। ম্যাথিউ এর আগে গত মঙ্গলবার 'আল-ইরাকিয়া' টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, 'আমরা চাই, ইরানের সঙ্গে ইরাকের সম্পর্ক স্বাভাবিক হোক এবং আমরা এই দুই দেশের মধ্যে কোনো জটিলতা সৃষ্টি করতে চাই না।' মার্কিন রাষ্ট্রদূত এমন সময় এসব বক্তব্য দিলেন, যখন গত সোমবার ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা আল-খাদিমি ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ওই সাক্ষাতে ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারসহ দ্বিপক্ষীয় স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।