অতিবৃষ্টিতে বন্যার কবলে পশ্চিমবঙ্গ, ১৬ জনের প্রাণহানি

প্রকাশ | ০৪ আগস্ট ২০২১, ০০:০০

ম যাযাদি ডেস্ক
অতিবৃষ্টিতে বন্যার কবলে পড়েছে ভারতের পশ্চিমবঙ্গ। পশ্চিমে বাঁকুড়া থেকে পূর্বে হাওড়া সর্বত্র নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে বইছে। ফলে অসংখ্য গ্রাম পস্নাবিত হয়েছে। বাড়ি ভেঙে-বিদু্যৎস্পৃষ্ট হয়ে ১৬ জনের মৃতু্য হয়েছে। বাড়ি ছেড়ে আশ্রয় শিবিরে যেতে হয়েছে বহু মানুষকে। সংবাদসূত্র : এবিপি নিউজ মৃতদের পরিবারকে দুই লাখ রুপি ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্ত্রী ও আমলাদের বন্যাকবলিত এলাকায় যাওয়ার নির্দেশ দিয়েছেন। সবচেয়ে ক্ষতিগ্রস্ত দক্ষিণ চব্বিশ পরগনা, বাঁকুড়া, হাওড়া, পশ্চিম মেদিনীপুর এবং দুই বর্ধমান। হুগলিতে বন্যাকবলিতদের উদ্ধারে সেনাও নামাতে হয়েছিল। পাশাপাশি ড্রোনের সাহায্যে বিভিন্ন এলাকায় পরিদর্শন চালানো হচ্ছে। দেখা হচ্ছে, কোথাও কেউ আটকে পড়েছেন কি-না। সরকারের তরফ থেকে ত্রাণ দেওয়া শুরু হয়েছে। বিভিন্ন অঞ্চলে রাস্তার ওপর ত্রিপল টাঙিয়ে অস্থায়ী ত্রাণ শিবির তৈরি করা হয়েছে। স্কুল, কলেজেও ত্রাণ শিবির তৈরি হয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, সহসাই বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা কম। কারণ, আরও কিছু দিন বৃষ্টি চলবে। চলতি বছর গোটা পশ্চিমবঙ্গজুড়েই অতিবৃষ্টি হচ্ছে। ফলে বন্যা দেখা দিয়েছে।