ইরানের প্রেসিডেন্ট হিসেবে অনুমোদন পেলেন রাইসি

প্রকাশ | ০৪ আগস্ট ২০২১, ০০:০০

ম যাযাদি ডেস্ক
ইরানের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের জন্য আনুষ্ঠানিক অনুমোদন পেলেন ইব্রাহিম রাইসি। তাকে এই অনুমোদন দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুলস্নাহ আলি খামেনি। মঙ্গলবার রাজধানী তেহরানে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ইব্রাহিম রাইসিকে প্রেসিডেন্ট হিসেবে সত্যায়ন করেছেন তিনি। এর মাধ্যমে আগামী চার বছরের জন্য প্রেসিডেন্ট হিসেবে কাজ করার আনুষ্ঠানিক দায়িত্ব পেলেন দেশটির সাবেক এই প্রধান বিচারপতি। আগামী বৃহস্পতিবার ইরানের পার্লামেন্টে প্রেসিডেন্ট রাইসি আনুষ্ঠানিকভাবে শপথ নেবেন। ওই অনুষ্ঠানে বিশ্বের ৭৩টি দেশ থেকে অতিথি উপস্থিত থাকবেন বলে জানা গেছে। আনুষ্ঠানিক অনুমোদন অনুষ্ঠানের পর সংবাদ সম্মেলনে রাইসি বলেন, 'ইরানের ওপর আরোপিত মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যাচারী নিষেধাজ্ঞা সরাতে আমরা পদক্ষেপ নেবো।' গত ১৮ জুন অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে বিচার বিভাগের সাবেক প্রধান ইব্রাহিম রাইসি ভূমিধস বিজয় লাভ করেন। সংবাদসূত্র : পার্স টুডে রাশিয়ার দুই ডজন রাষ্ট্রদূত বহিষ্কার করছে যুক্তরাষ্ট্র ম যাযাদি ডেস্ক রাশিয়ার দুই ডজন রাষ্ট্রদূতকে বহিষ্কার করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এক বিবৃতিতে জানানো হয়েছে, মার্কিন সরকার ২৪ জন রুশ রাষ্ট্রদূতকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। তাদের আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে মার্কিন ভূমি ছাড়তে বলা হয়েছে। রাশিয়ায় মার্কিন দূতাবাস ও কনসু্যলেটগুলো থেকে অন্তত ২০০ রুশকর্মীকে বহিষ্কারের কয়েক দিনের মধ্যেই ওয়াশিংটন এই পদক্ষেপ নিল। রুশ রাষ্ট্রদূত আনাতোলি বলেন, যে ২৪ কূটনীতিককে যুক্তরাষ্ট্র বহিষ্কার করেছে, তাদের স্থলে নতুন কূটনীতিক পাঠানো সম্ভব হবে না। কারণ হিসেবে তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র হঠাৎ করেই রুশ কূটনীতিকদের ভিসা দেওয়ার আইন কঠিন করে ফেলেছে। রুশ রাষ্ট্রদূত বলেন, তার দেশের কূটনীতিকদের কাল্পনিক অভিযোগে বহিষ্কার করছে যুক্তরাষ্ট্র। গত বছরের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে নিযুক্ত রুশ কূটনীতিকদের দায়িত্ব পালনের মেয়াদ কমিয়ে তিন বছর করে দেয় ওয়াশিংটন। সংবাদসূত্র : রয়টার্স