সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাÐ

ডেমোক্রেট-রিপাবলিক দুই শিবিরেই সৌদির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দাবি

প্রকাশ | ২২ অক্টোবর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
সৌদি আরবের স্বেচ্ছা নিবাির্সত সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাÐের স্বীকারোক্তির পর রিয়াদের ওপর নিষেধাজ্ঞা আরোপের দাবি জোরালো করেছেন মাকির্ন আইনপ্রণেতারা। এর আগে নিখেঁাজ হওয়ার এক সপ্তাহের মাথায় ডেমোক্রেট-রিপাবলিকান দুই শিবিরের পক্ষ থেকে ২২ জন সিনেটর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সৌদি আরবের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব-সংবলিত একটি চিঠি পাঠিয়েছিলেন। এখন সেই দাবি জোরালো হয়েছে। কারণ, হত্যাকাÐ নিয়ে সৌদির ব্যাখ্যায় সন্তুষ্ট নন তারা। এমন বাস্তবতায় সুষ্ঠু তদন্ত আর দোষীদের বিচার নিশ্চিতে মাকির্ন চাপ জোরালো করার দাবি উঠেছে দুই শিবিরেই। সংবাদসূত্র : রয়টাসর্, ট্রিবিউন, ওয়াশিংটন পোস্ট যুক্তরাষ্ট্রের ১১ রিপাবলিকান ও ১১ ডেমোক্রেট সিনেটরের একটি দল চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে খাশোগি নিখেঁাজের ঘটনার দায়ে ঊধ্বর্তন সৌদি কমর্কতাের্দর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব করে প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে একটি চিঠি পাঠান। সিনেটের বৈদেশিক সম্পকর্-বিষয়ক কমিটির একজন সদস্য বাদে বাকি সবাই ১০ অক্টোবর পাঠানো ওই চিঠিতে স্বাক্ষর করেন। চিঠিতে ‘ম্যাগনটস্কি আইন’ অনুযায়ী খাশোগি হত্যাকাÐ তদন্ত ও নিষেধাজ্ঞার বিষয়ে সিদ্ধান্ত দিতে ট্রাম্পের প্রতি আহŸান জানানো হয়। ২০১৬ সালে মানবাধিকার হরণ প্রশ্নে প্রণীত এই আইন অনুযায়ী, বিশ্বের যেকোনো প্রান্তের দোষী সরকারি কমর্কতার্র বিরুদ্ধে অবরোধ আরোপ করতে পারে যুক্তরাষ্ট্র। আইন অনুযায়ী চিঠি পাঠানোর (১০ অক্টোবর) পরবতীর্ ১২০ দিনের মধ্যে এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে ট্রাম্প প্রশাসনকে। সিনেটের বৈদেশিক সম্পকর্-বিষয়ক কমিটির সদস্য ও নিউ জাসির্র ডেমোক্রেট সিনেটর রবাটর্ মেনেনদেজ সৌদি বিবৃতি প্রসঙ্গে বলেন, ‘এটা সত্য থেকে অনেক দূরে। আমাদের আন্তজাির্তক চাপ অব্যাহত রাখা দরকার।’ তিনি বলেন, বৈশ্বিক ম্যাগনিটস্কি আইন অনুযায়ী চিঠি পাঠিয়ে প্রেসিডেন্টকে তার প্রতিশ্রæতি বাস্তবায়নের পথ করে দিয়েছে কংগ্রেস। এখন প্রেসিডেন্ট ট্রাম্পকে অবশ্যই এই আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।’ ভাজিির্নয়ার ডেমোক্রেট সিনেটর গ্যারি কনোল্লি বলেন, শুরু থেকে প্রেসিডেন্ট ট্রাম্প যেভাবে এই ঘটনা মোকাবেলা করছেন, তা নিয়ে সমালোচনা রয়েছে। তিনি বলেন, ‘এটা খুব ভালো হবে না যে, আমাদের প্রেসিডেন্ট সত্যিকার অথের্ খুনিদের পক্ষ নিচ্ছেন।’ কংগ্রেসের বৈদেশিক সম্পকর্-বিষয়ক কমিটির শীষর্স্থানীয় সদস্য ও ডেমোক্রেটিক সিনেটর এলিয়ট এল অ্যাঞ্জেল ‘একটি স্বচ্ছ ও পূণার্ঙ্গ তদন্ত’ চালানোর জন্য আরও কাযর্কর ভ‚মিকা রাখতে ট্রাম্পের প্রতি আহŸান জানান।