অবশেষে স্বীকার সৌদির

খাশোগিকে খুন করা হয়েছে

‘ঘটনা ছিল ভয়ানক ভুল, তবে এর সঙ্গে যুবরাজ সালমান জড়িত নন’ ছেলের কাছে ফোন করে দুঃখ প্রকাশ সৌদি বাদশাহর

প্রকাশ | ২৩ অক্টোবর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
নিহত সাংবাদিক জামাল খাশোগি
সাংবাদিক জামাল খাশোগি ধস্তাধস্তিতে নিহত হয়েছেনÑ এমন স্বীকারোক্তি সৌদি আরব তিনদিন আগেই দিয়েছিল। তবে ক্রমবধর্মান আন্তজাির্তক চাপের মুখে অবশেষে সৌদি আরব স্বীকার করে নিতে বাধ্য হয়েছে, খাশোগিকে খুন করা হয়েছে। তবে এ ঘটনায় যুবরাজ মোহাম্মদ বিন সালমান কিংবা সৌদি শাসকদের উচ্চপযাের্য়র কারো জড়িত থাকার কথা নাকচ করে দিয়েছে দেশটি। তারা বলেছে, এই হত্যার জন্য ‘বাজে অপারেশন’ দায়ী। এর আগে, তারা বলেছিল, কনস্যুলেটের কমর্কতাের্দর সঙ্গে তকার্তকির্, এরপর মারামারির একপযাের্য় শ্বাসরোধ হয়ে মারা যান তিনি। কিন্তু এর আগে যেসব ব্যাখ্যা রিয়াদ দিয়েছিল, তুরস্কসহ বিশ্ব নেতৃত্ব এতে সন্তুষ্ট হতে পারেননি। তাই শেষ পযর্ন্ত খাশোগিকে খুনের কথাই স্বীকার করে নিল দেশটি। সংবাদসূত্র : বিবিসি, আল-জাজিরা, রয়টাসর্ যুক্তরাষ্ট্রের টেলিভিশন চ্যানেল ‘ফক্স নিউজ’কে দেয়া এক সাক্ষাৎকারে রোববার এ কথা বলেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবেইর। তিনি জানান, এ ঘটনাটি ছিল একটি ‘ভয়ানক ভুল’। তবে এর সঙ্গে যুবরাজ মোহাম্মদ বিন সালমান কোনোভাবেই জড়িত নন। ফক্স নিউজের সাংবাদিক ব্রেট বাইয়েরকে দেয়া সাক্ষাৎকারে জুবেইর বলেন, ‘সব সত্য কথা বের করে আনতে আমরা বদ্ধপরিকর। যারা এই হত্যাকাÐের জন্য দায়ী, তাদের সাজা দেয়ার ব্যাপারেও প্রতিশ্রæতিবদ্ধ আমরা।’ উল্লেখ্য, খাশোগির সঙ্গে আসলে কী ঘটেছে, সেটা স্পষ্ট করার জন্য আন্তজাির্তক ব্যাপক চাপে রয়েছে সৌদি আরব। সৌদি আরব প্রথম খাশোগির সঙ্গে কী হয়েছে, তা জানে না বলে জানায়। তারা ‘শাক দিয়ে মাছ ঢাকা’র মতো করে বলে, খাশোগি ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেট থেকে জীবিত বের হয়ে গেছেন। তবে তুরস্ক সিসিটিভির ভিডিও ফুটেজ ও কনস্যুলেটের ভেতরের অডিও বাতার্র রেকডর্ থাকার কথা বললে সৌদি আরব বাধ্য হয়ে গত শুক্রবার বলে, খাশোগি জিজ্ঞাসাবাদের সময় মারামারির একপযাের্য় নিহত হন। তবে খাশোগির লাশ কোথায়; তারা তা জানে না বলে জানায়। খাশোগি হত্যায় সৌদি আরবের এই ব্যাখ্যা প্রত্যাখ্যান করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জামাির্নসহ বিশ্ব। ফলে বাধ্য হয়েই রোববার সৌদি আরব খাশোগিকে হত্যার কথা স্বীকার করে নেয়। আদেল আল- জুবেইর ফক্স নিউজকে দেয়া তার সাক্ষাৎকারে খাশোগি নিহত হওয়ার ঘটনাকে ‘হত্যা’ বলে আখ্যায়িত করেন। যার মাধ্যমে সৌদি আরব প্রথমবারের মতো খাশোগি হত্যার কথা স্বীকার করে নিল। সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সব প্রকৃত সত্য খুঁজে বের করতে আমরা বদ্ধপরিকর। এই হত্যার জন্য যারা দায়ী, তাদের শাস্তির আওতায় আনতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।’ তিনি বলেন, ‘যারা এটি (হত্যাকাÐ) ঘটিয়েছে, তারা তাদের কতৃের্ত্বর বাইরে গিয়ে এ কাজ করেছে। সেখানে অবশ্যই কোনো ভয়ানক ভুল হয়েছে এবং এই ভুলকে আরও জটিল করেছে এটিকে ধামাচাপা দেয়ার চেষ্টা।’ সৌদি পররাষ্ট্রমন্ত্রী জানান, তারা জানেন না, খাশোগির লাশ কোথায়। তিনি জোর দিয়ে জানান, ‘এই হত্যার আদেশ সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান দেননি। এমনকি আমাদের গোয়েন্দা বাহিনীর জ্যেষ্ঠ কমর্কতার্রাও এই বাজে অপারেশনের ব্যাপারে ওয়াকিবহাল ছিলেন না।’ সৌদি আরব জানিয়েছে, খাশোগি হত্যায় ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানের দুই ঘনিষ্ঠ সহযোগী গোয়েন্দাকে বরখাস্ত করা হয়েছে। এদিকে, খাশোগি হত্যার ঘটনায় ফোন করে তার ছেলে সালাহের কাছে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ও ?যুবরাজ মোহাম্মদ বিন সালমান দুঃখপ্রকাশ করেছেন বলে সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘সৌদি প্রেস এজেন্সি’ (এসপিএ) জানিয়েছে।