খাশোগি হত্যার তথ্যপ্রমাণ হাজির করবে তুরস্ক

প্রকাশ | ২৩ অক্টোবর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
সৌদি আরবের সরকারবিরোধী সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাÐের বিষয়ে সব সত্য প্রকাশ করার প্রতিশ্রæতি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। এ ক্ষেত্রে কোনো ধরনের রাখঢাক করা হবে না বলে তিনি জানিয়েছেন। রোববার এরদোয়ান বলেন, আগামী মঙ্গলবার (আজ) এ বিষয়ে তিনি নতুন একটি বিবৃতি দেবেন। সংবাদসূত্র : রয়টাসর্, পাসর্ টুডে তুকির্ প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, ‘কেন সেই ১৫ জন ইস্তাম্বুলে এসেছিলেন, কেন ১৮ জনকে আটক করা হয়েছে। সৌদির পক্ষ থেকে এসব বিষয়ে বিস্তারিত আমাদের বলতে হবে। হত্যার কথা স্বীকার করার পর এ ঘটনায় ১৮ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে সৌদি আরব।’ সৌদি কনস্যুলেট ভবনে এই হত্যাকাÐ সংঘটিত হওয়ার স্বীকারোক্তি দেয়ার পর থেকে সুষ্ঠু তদন্তের দাবিতে রিয়াদের ওপর চাপ বাড়ছে। এমন সময় তুরস্কের পক্ষ থেকে ঘটনার বিস্তারিত আলামত জনসম্মুখে হাজির করার ঘোষণা এলো। সৌদি আরব এখন খাশোগি হত্যাকাÐকে কয়েকজন গোয়েন্দা সদস্যের স্বেচ্ছামূলক নীতিবিবজির্ত কমর্কাÐ আকারে প্রতিষ্ঠা করতে চাইছে। এমন সময় তুকির্ প্রেসিডেন্ট এরদোয়ান এই ঘোষণা এলো। আর তুরস্কের এই পদক্ষেপের মধ্য দিয়ে খাশোগি নিখোঁজের রহস্য উন্মোচিত হওয়ার আশা জোরালো হয়েছে। ঘটনার শুরু থেকে এখন পযর্ন্ত সৌদি আরবকে আনুষ্ঠানিকভাবে দায়ী করেনি তুরস্ক। তুকির্ তদন্তকারীরা বলে আসছেন, তাদের কাছে অডিও ও ভিডিও প্রমাণ আছে, যেখানে দেখা গেছে কনস্যুলেটের ভেতরে সৌদি এজেন্টদের একটি দল খাশোগিকে হত্যা করছে। তুকির্ কতৃর্পক্ষ জানায়, খাশোগিকে নিযার্তন, হত্যা এবং টুকরা টুকরা করে ফেলার প্রমাণ রয়েছে তাদের কাছে। তাই তুকির্ পুলিশ ইস্তাম্বুলের পাশ্বর্বতীর্ বেলগ্রাড জঙ্গলে তল্লাশি অভিযান চালিয়েছে। তাদের আশঙ্কা, খাশোগিকে হত্যার পর তার মরদেহ জঙ্গলে পুঁতে ফেলা হয়েছে। সৌদি কনস্যুলেট ভবন ও সৌদি কনসাল জেনারেলের বাসায়ও অভিযান চালানো হয়েছে। খাশোগি নিখেঁাজ হওয়ার দুই সপ্তাহ পর তাকে হত্যা করা হয়েছে বলে স্বীকারোক্তি দেয় সৌদি আরব। সৌদি পাবলিক প্রসিকিউটর শনিবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে দাবি করেন, ‘স্বেচ্ছায় নিবার্সনে থাকা খাশোগিকে সৌদি আরবে ফিরিয়ে আনার জন্য সাধারণ নিদের্শনা জারি ছিল। যখন খবর আসে বিয়ের জন্য কিছু নথিপত্র নিতে ২ অক্টোবর খাশোগি ইস্তাম্বুল কনস্যুলেটে যাবেন তখন জেনারেল আসিরি ১৫ সদস্যের একটি দল পাঠান এ ব্যাপারে তার সঙ্গে আলোচনা করতে। সৌদি কনস্যুলেটে দেখা করতে যাওয়া কয়েকজনের সঙ্গে খাশোগির লড়াই হয়। আর তাতেই খাশোগির মৃত্যু হয়।’ সৌদি আরবের এমন ব্যাখ্যার পর তুকির্ প্রেসিডেন্ট এরদোয়ান ঘটনার বিস্তারিত প্রকাশ করার ঘোষণা দিয়েছেন।