চিদাম্বরম জানালেন রাহুল আগামী নিবার্চনে প্রধানমন্ত্রী প্রাথীর্ নন

প্রকাশ | ২৩ অক্টোবর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
পি চিদাম্বরম
২০১৯ সালের লোকসভা নিবার্চনে প্রধামন্ত্রী পদপ্রাথীর্ হিসেবে রাহুলকে তুলে ধরছে না কংগ্রেস। সোমবার এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন দেশটির সাবেক অথর্মন্ত্রী পি চিদাম্বরম। তিনি স্পষ্ট জানিয়েছেন, প্রধানমন্ত্রী পদের দাবির বিনিময়ে ভোট খোয়াতে চাইছে না কংগ্রেস। তাই জোটের জন্য সবচেয়ে বড় আত্মত্যাগ করতে প্রস্তুত কংগ্রেস। প্রয়োজনে প্রধানমন্ত্রী পদের দাবিও ছেড়ে দিতে প্রস্তুত তারা। রাহুল গান্ধী তো নয়ই, বিজেপির বিরুদ্ধে জোট করতে অসুবিধা হলে দলের অন্য কোনো নেতাকেও প্রধানমন্ত্রী পদপ্রাথীর্ করা হবে না। আগামী লোকসভা নিবার্চনে বিজেপিকে হারাতে মরিয়া কংগ্রেস। আর সে জন্য বিভিন্ন আঞ্চলিক দলগুলোর সঙ্গে জোট জরুরি। কিন্তু জোটের পক্ষ থেকে প্রধানমন্ত্রী পদপ্রাথীর্ হিসেবে রাহুল গান্ধীকে অনেক দলই মানতে রাজি নয়। সে প্রসঙ্গে রাহুল অবশ্য আগেই জানিয়ে দিয়েছিলেন, সবর্সম্মতভাবে রাজি না হলে তিনি প্রধানমন্ত্রী পদপ্রাথীর্ হবেন না। এবার চিদাম্বরম দলের সেই সিদ্ধান্তই আরও স্পষ্ট করে দিলেন জোট শরিকদের কাছে। তিনি এদিন বলেন, ‘আমরা কখনো বলিনি যে, পরবতীর্ প্রধানমন্ত্রী হিসেবে রাহুল গান্ধীকে চাইছি আমরা। যদি কখনো দলের কোনো সমথর্ক বা নেতা এই প্রসঙ্গে কথা বলতে চান, দলই তাকে থামিয়ে দেয়। আমাদের একটাই উদ্দেশ্য, বিজেপিকে হারানো।’ আর কে প্রধানমন্ত্রী হবেন, তা ভোটের পর যৌথভাবে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি। সংবাদসূত্র : এবিপি নিউজ