নাগরিকপঞ্জির প্রতিবাদে বন্ধে অচল আসাম

প্রকাশ | ২৪ অক্টোবর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
ভারতের আসামে জাতীয় নাগরিকপঞ্জি প্রকাশ হওয়ার পর অন্তত ৪০ লাখ অধিবাসীর নাম বাদ পড়েছে। তারা এখন ‘দেশহীন’ হয়ে রয়েছে। এরপর নাগরিকপঞ্জি সংশোধনের জন্য যে বিল আনা হয়েছে, তারই প্রতিবাদে বিজেপি-শাসিত রাজ্য আসামে মঙ্গলবার ১২ ঘণ্টার বন্ধ পালিত হয়েছে। বন্ধের জেরে জনজীবন বিপযর্স্ত হয়ে পড়ে। আর এর নেতৃত্বে ছিল কৃষক সংগ্রাম সমিতি।সংবাদসূত্র : ইনডিয়া টুডে সংগঠনের নেতা অখিল গগৈ আগেই জানিয়েছিলেন, নাগরিকপঞ্জি সংশোধনী বিলের প্রতিবাদে বন্ধ সফল করতে রাস্তায় নামবে জনগণ। সেটা যদি সরকার দমাতে আসে, তাহলে প্রতিক্রিয়া হবে ভয়াবহ। ৪৮টি সংগঠন এই বন্ধ কমর্সূচিতে অংশ নিয়েছে। এরই ধারাবাহিকতায় এদিন বিক্ষোভকারীরা বিভিন্ন রাস্তা অবরোধ করে। রেললাইনে বসেও চলে বিক্ষোভ। ফলে ট্রেন চলাচল বিপযর্স্ত হয়। ক্ষমতাসীন দল বিজেপি এর বিরোধিতা করেছে। কিন্তু বন্ধকে সমথর্ন করেছে বিরোধী কংগ্রেস।