পালাের্মন্টে এরদোয়ান

খাশোগি হত্যার পরিকল্পনা আগেই

আগের দিন কনস্যুলেটের ক্যামেরা খোলা হয় সৌদিতে গ্রেপ্তার ১৮ জনকে ইস্তাম্বুলে বিচারের দাবি ঘোষিত ‘নগ্নসত্য’ প্রকাশ করেননি তুরস্কের প্রেসিডেন্ট

প্রকাশ | ২৪ অক্টোবর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
পালাের্মন্টে দেয়া ভাষণে প্রেসিডেন্ট এরদোয়ান
সৌদি রাজপরিবারের কট্টোর সমালোচক সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার আগের দিন ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটের সিসিটিভি ক্যামেরা খুলে ফেলা হয়েছিল। এতেই স্পষ্ট হয়, তাকে হত্যার পরিকল্পনা কয়েকদিন আগেই করা হয়। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান মঙ্গলবার পালাের্মন্টে দেয়া ভাষণে এ কথা বলেছেন। ২ অক্টোবরে খাশোগিকে যে পূবর্পরিকল্পিত এবং নৃশংসভাবে খুন করা হয়েছে, তার শক্ত প্রমাণ আছে বলেও মন্তব্য করেছেন এরদোয়ান। এর জন্য দায়ীদের ইস্তাম্বুলেই বিচার করার দাবি জানান তিনি। সংবাদসূত্র : বিবিসি এরদোয়ান বলেন, খাশোগিকে হত্যার দিন ১৫ সদস্যের একটি দল ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে প্রবেশ করে। এর আগে কয়েকদিনে তারা ভিন্ন ভিন্ন ফ্লাইটে ইস্তাম্বুলে পেঁৗছায়। ওই দলের তিন সদস্য ঘটনার আগের দিন, অথার্ৎ ১ অক্টোবর তারা ইস্তাম্বুলের কাছে একটি জঙ্গলে যায়। এর মাধ্যমে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, ওই তিনজন খাশোগির দেহাবশেষ মাটিচাপা দেয়ার জায়গা খুঁজছিল। তারা ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটের কাছে বেলগ্রাদ এবং ইয়ালোভা বনে গিয়েছিল। যে জায়গায় তুরস্কের পুলিশ গত সপ্তাহে মৃতদেহ তালাশ করেছে। এরদোয়ান আরও জানান, খাশোগি সেজে দলটির যে সদস্য বাইরে বেরিয়েছিল, তাকে ঘটনার দিনেই একটি ফ্লাইটে করে ইস্তাম্বুল ছেড়ে যেতে দেখা গেছে। উল্লেখ্য, সোমবার ‘সিএনএন’ এই ব্যক্তিরই কনস্যুলেট থেকে বেরোনোর ক্যামেরা ফুটেজ প্রকাশ করে। তুরস্কের দাবি, খাশোগিকে কনস্যুলেট ভবনের ভেতরে হত্যার পর তার লাশ সরিয়ে ফেলা হয়েছে। প্রথমে অস্বীকার করলেও শেষ পযর্ন্ত আন্তজাির্তক চাপের মুখে সোমবার সৌদি আরব স্বীকার করে, সাংবাদিক জামাল খাশোগিকে খুন করা হয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবেইর ‘ফক্স নিউজ’কে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, এই ঘটনা ছিল একটি ‘ভয়ানক ভুল’। তবে এর সঙ্গে যুবরাজ (ক্রাউন প্রিন্স) মোহাম্মদ বিন সালমান কোনোভাবেই জড়িত নন। এরআগে গত রোববার ইস্তাম্বুলে এক সমাবেশে এরদোয়ান বলেছিলেন, তিনি মঙ্গলবার পালাের্মন্টে সৌদি আরবের সব ‘নোংরামি’ তুলে ধরবেন। তিনি বলেছিলেন, ‘আমরা সুবিচার খুঁজছি। খাশোগি হত্যায় যেনতেন পদক্ষেপ নয়, নগ্নসত্য প্রকাশে সবার্ত্মক পদক্ষেপ নেয়া হবে।’ তবে পালাের্মন্টে মঙ্গলবার এরদোয়ান সেই ‘নগ্নসত্য’ তেমনভাবে প্রকাশ করেননি বলেই মনে করা হচ্ছে। কারণ খাশোগি ইস্যুতে তার ভাষণের অনেকগুলো বিষয় আগে থেকেই তুকির্ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তুরস্কের গণমাধ্যম এর আগে সাংবাদিক খাশোজি নিখেঁাজ হওয়ার পর অডিও এবং ভিডিও রেকডির্ং থাকার যে খবর দিয়েছিল, সে ব্যাপারে এরদোয়ান কোনো কিছু উল্লেখ করেননি। তবে এরদোয়ান বলেন, ‘খুনটি যে পূবর্পরিকল্পিত ছিল, সে ব্যাপারে তুকির্ গোয়েন্দা সংস্থার কাছে প্রমাণ রয়েছে। তুকির্ ও বিশ্ব তখনই সন্তুষ্ট হবে, যখন পরিকল্পনাকারী ও হত্যাকারীদের বিচারের মুখোমুখি করা হবে। অন্য দেশগুলোকেও অবশ্যই তদন্তে অংশ নিতে হবে।’ খাশোগি ইস্যুতে সৌদি বাদশাহ সালমানের সঙ্গে ফোনালাপ হয়েছে উল্লেখ করে তুকির্ প্রেসিডেন্ট বলেন, ‘আমি বাদশাহ সালমানের আন্তরিকতা নিয়ে সন্দেহ করি না। বলা হচ্ছে, স্বাধীন তদন্ত পরিচালনা করা প্রয়োজন। তবে এটা রাজনৈতিক হত্যাকাÐ।’ তবে হত্যার ঘটনায় পাওয়া কোনো প্রমাণ সম্পকের্ বিস্তারিত কিছু প্রকাশ করেননি তিনি। খাশোজির দেহ কোথায় আছে এবং কে এই অভিযানের নিদের্শ দিয়েছে, এর ব্যাখ্যা দেয়ার জন্য সৌদি আরবের কাছে দাবি জানিয়েছেন এরদোয়ান। খাশোগির ঘটনায় সৌদি আরবে ১৮ জন গ্রেপ্তার হয়েছে বলে এরদোয়ান নিশ্চিত করে জানিয়েছেন। তিনি এই ১৮ জনকে ইস্তাম্বুলে বিচার করার দাবি জানিয়ে বলেন, এ ঘটনায় যাদের ভ‚মিকা আছে, তাদেরকে সাজা দেয়া হবে।