সংবাদ সংক্ষপে

প্রকাশ | ২৪ অক্টোবর ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
‘আলোচনা চাইলে আগে নিষেধাজ্ঞা প্রত্যাহার’ যাযাদি ডেস্ক আলোচনার বসতে হলে যুক্তরাষ্ট্রকে আগে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাভেদ জারি। তিনি জানিয়েছেন, বতর্মান পরিস্থিতিতেও তার দেশ তেল রপ্তানি অব্যাহত রেখে নিজের অথর্নীতিকে গতিশীল রাখতে সক্ষম। সোমবার জাপানি বাতার্ সংস্থা ‘কিওদো’কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। জারিফ বলেন, যুক্তরাষ্ট্রের একতরফা নিষেধাজ্ঞা সত্তে¡ও বিশ্বের বহু দেশ ইরানের সঙ্গে বাণিজ্য চালিয়ে যেতে সম্মত হয়েছে। তাই তেহরান সহজেই এই নিষেধাজ্ঞার ক্ষতি কাটিয়ে উঠতে পারবে। জারিফ জানান, তিন ইউরোপীয় দেশ যুক্তরাজ্য, ফ্রান্স ও জামাির্নর পাশাপাশি আরও বহু দেশ পরমাণু সমঝোতা মেনে চলতে আগ্রহ প্রকাশ করেছে। ইরানের সঙ্গে আলোচনায় বসার ব্যাপারে মাকির্ন সরকারের আগ্রহের কথা উল্লেখ করে জারিফ বলেন, ইরানের সঙ্গে আলোচনায় বসতে হলে যুক্তরাষ্ট্রকে আগে নিজের প্রতিশ্রæতি বাস্তবায়ন করতে হবে। তার মতে, আন্তজাির্তক আইন লঙ্ঘন করে মাকির্ন সরকার ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেছে। কাজেই তাকে আগে পরমাণু সমঝোতায় ফিরে আসতে হবে এবং ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। সংবাদসূত্র : পাসর্ টুডে পরিবতর্ন হচ্ছে না শিমলার নাম যাযাদি ডেস্ক ভারতের হিমাচল প্রদেশের শিমলা জেলার নাম পরিবতর্ন হতে পারে বলে বেশ কয়েকদিন ধরে দেশটির গণমাধ্যমে খবর প্রকাশিত হচ্ছিল। কিন্তু হিমাচলের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর জানিয়েছেন, শিমলা জেলার নাম পরিবতর্ন হচ্ছে না। মুখ্যমন্ত্রী বলেন, ‘শিমলার নাম পরিবতর্ন করার জন্য একাধিক মহল থেকে পরামশর্ এসেছে। আমরা সবগুলো প্রস্তাব গুরুত্বসহকারে শুনেছি। এটা সরকারের কতের্ব্যর মধ্যেই পড়ে। কিন্তু, কখনো মনে হয়নি, নাম পরিবতের্নর খুব একটা প্রয়োজন আছে। শিমলা জেলার নাম তাই ‘শ্যামলা’ হচ্ছে না। এর আগে বিষয়টি নিয়ে কংগ্রেস নেতা আনন্দ শমার্ বলেন, শিমলার নাম পরিবতের্ন যে তৎপরতা শুরু হয়েছে, এর মধ্যে কোনো সারবত্তা নেই। সংবাদসূত্র : এনডিটিভি