সৌদি রাজপরিবারের অন্দরমহল

প্রকাশ | ২৪ অক্টোবর ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
প্রিন্স খালিদ আল-ফায়সাল মক্কার গভনর্র, ২০১৫-বতর্মান সৌদি বাদশাহর একজন অন্যতম প্রধান উপদেষ্টা হিসেবে সমাদৃত। তিনি যুবরাজ সালমানের (এমবিএস) পর বাদশাহকে প্রভাবিত করার ক্ষমতা রাখেন। খাশোগির ঘটনার পর সৌদির ওপর আন্তজাির্তক চাপ কমাতে তুরস্কে গিয়েছিলেন। সালমান বিন আবদুল আজিজ সৌদি বাদশাহ, ২০১৫-বতর্মান সাংবাদিক খাশোগির মৃত্যুতে ক্রমশ চাপের মুখে পড়ায় বাদশাহ এই সমস্যা থেকে পরিত্রাণে যুবরাজ সালমানকে ঘটনার তদন্তভার অপর্ণ করেন। অথচ, এ ঘটনার মূল হোতা হিসেবে এক নম্বর সন্দেহভাজন স্বয়ং সালমান। প্রিন্স সুলতান বিন সালমান বাদশাহর ছেলে আরবের প্রথম নভোচারী এবং যুবরাজ সালমানের বড় ভাই। যদি কখনো যুবরাজ সালমান ‘ক্রাউন প্রিন্স’ পদবঞ্চিত হন, তাহলে তিনিই হবেন বাদশাহর প্রথম পছন্দ। প্রিন্স মোহাম্মদ বিন নায়েফ ক্রাউন প্রিন্স ছিলেন ২০১৫-২০১৭ সাবেক এই ক্রাউন প্রিন্স’ যুবরাজ সালমানের প্রতিহিংসার শিকার হয়ে গত বছর থেকে গৃহবন্দি। মোহাম্মদ বিন সালমান (এমবিএস) ক্রাউন প্রিন্স ২০১৭Ñবতর্মান সৌদিনীতির কট্টর সমালোচক প্রথিতযশা সাংবাদিক জামাল খাশোগির চাঞ্চল্যকর খুনের মূল হোতা বলে অভিযুক্ত হলেও রিয়াদ বিষয়টিকে ধামাচাপা দেয়ার মরিয়া চেষ্টা অব্যাহত রেখেছেন। এটা অনস্বীকাযর্, এ ঘটনায় বিশ্বব্যাপী ইমেজ সংকটে সৌদির পরবতীর্ বাদশাহ। প্রিন্স খালিদ বিন সালমান যুক্তরাষ্ট্রে সৌদি রাষ্ট্রদূত ২০১৭Ñ২০১৮ যুবরাজ সালমানের ‘অন্তরঙ্গ মিত্র’ হিসেবে পরিচিত ছোট ভাই খালিদ আবারও যুক্তরাষ্ট্রে ওই পদের জন্য ডাক পেয়েছেন।