গণমাধ্যমের প্রতি ট্রাম্প

অবিরাম শত্রæতা বন্ধ করুন

বিস্ফোরক পাঠানোর সঙ্গে জড়িত অপরাধীদের শিগগিরই আটক করার প্রতিশ্রæতি ‘রাজনৈতিক প্রতিপক্ষকে ঐতিহাসিক খলনায়ক বানানো উচিত হবে না’

প্রকাশ | ২৬ অক্টোবর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
মাকির্ন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
‘অবিরাম শত্রæতা বন্ধে’ গণমাধ্যমের প্রতি আহŸান জানিয়েছেন মাকির্ন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ‘ধারাবাহিক নেতিবাচক এবং প্রায়ই মিথ্যা গল্প ও আক্রমণ বন্ধের’ জন্য গণমাধ্যমের প্রতি এই আহŸান জানান। শীষর্ রাজনীতিক ও সংবাদমাধ্যমের ঠিকানায় ডাকযোগে সন্দেহজনক বিস্ফোরকদ্রব্য পাঠানোর ঘটনার পরের দিন তিনি এই আহŸান জানিয়েছেন। বুধবার রাতে উইসকনসিনে এক সমাবেশে তিনি এসব বিস্ফোরক পাঠানোর সঙ্গে জড়িত অপরাধীদের শিগগিরই আটক করার প্রতিশ্রæতিও দেন। তবে এ সময় তিনি কারো নাম উল্লেখ করেননি বা তাদের নিয়ে সুনিদির্ষ্ট কোনো মন্তব্যও করেননি। সংবাদসূত্র : বিবিসি গত সোমবার মাকির্ন ধনকুবের জজর্ সরোসের বাড়ির মেইল বক্সে পাইপবোমা পাওয়া যায়। এর দুইদিন পর বুধবার নিউইয়কর্ সিটিতে হিলারি ও বিল ক্লিনটনের বাড়ির ঠিকানায় এবং ওয়াশিংটন ডিসিতে ওবামার বাড়ির ঠিকানায় পাঠানো পাসের্ল পরীক্ষা করে পাইপবোমা পাওয়া যায়। অবশ্য, কোনোটিই বিস্ফোরিত হয়নি। গোয়েন্দা সংস্থা এফবিআই এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে। ওবামা ও হিলারি ছাড়াও সিআইএ’র সাবেক পরিচালক জন ব্রেনান, সাবেক অ্যাটনির্ জেনারেল এরিক হোল্ডার, ক্যালিফোনির্য়ার ডেমোক্রেটিক কংগ্রেস সদস্য মেক্সিন ওয়াটারস এবং বিনিয়োগকারী জজর্ সরোসের ঠিকানায় এসব বিস্ফোরক এসেছে। বুধবার সকালে ব্রেনানের নামে পাঠানো প্যাকেটটি সিএনএনের নিউইয়কর্ কাযার্লয়ের মেইলরুমে পাওয়ার পরপরই কাযার্লয়টি খালি করে ফেলা হয়। এ ধরনের আরও একটি প্যাকেট সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনকে পাঠানো হয়েছে বলেও ধারণা করা হচ্ছে। এফবিআইয়ের তদন্ত কমর্কতার্রা এখন সেটিও খুঁজে দেখছেন। যাদের ঠিকানায় এসব সন্দেহজনক বিস্ফোরক পাওয়া গেছে, তারা সবাই রক্ষণশীল রাজনীতিক; বিশেষ করে তারা ট্রাম্পের ধারাবাহিক সমালোচনার শিকার হয়েছিলেন। প্রেসিডেন্ট ট্রাম্পের সেসব সমালোচনা ও সহিংসতাকে উসকে দিয়েছে বলে অভিযোগ করেছেন বেশ কয়েকজন ডেমোক্রেট নেতা। ট্রাম্পের সমথর্করা অবশ্য বলছেন, নভেম্বরের মধ্যবতীর্ নিবার্চনে ভোট টানতে ডেমোক্রেটরাই এ ধরনের ডাকবোমার নাটক সাজিয়েছে। এই অভিযোগের সমথের্ন এখনো কোনো প্রমাণ পাওয়া যায়নি। পুলিশ কোনো সন্দেহভাজন সম্পকের্ তথ্যও দেয়নি। সন্দেহজনক এই বিস্ফোরকগুলো ম্যানিলা খামে বাবল র‌্যাপে মুড়িয়ে পাঠানো হয়। ঠিকানা লেখা হয়েছে কম্পিউটারে মুদ্রিত লেবেলে। প্রত্যেকটিতেই প্রেরক হিসেবে রয়েছে ডেমোক্রেট জাতীয় পরিষদের সাবেক চেয়ারওম্যান ডেবি ওয়াসেরম্যান শুলজের নাম। অবশ্য, সবগুলোতেই তার নাম ভুল বানানে মুদ্রিত হয়েছে। ফ্লোরিডার এই কংগ্রেসওম্যান এক বিবৃতিতে তার নাম যেভাবে ব্যবহার করা হয়েছে, এতে ‘অত্যন্ত বিরক্ত’ হওয়ার কথা জানিয়েছেন। সিএনএনের কাযার্লয়ে পাঠানো প্যাকেটটির ‘খামের ভেতর সাদা পাউডার’ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। ওই পাউডারও পরীক্ষা করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন নিউইয়কর্ পুলিশের কমিশনার জেমস ও’নিল। এসব ঘটনার পর বুধবার রাতে উইসকনসিনে এক সমাবেশে জনজীবনে আরও শিষ্টাচারের আহŸান জানিয়ে ট্রাম্প বলেন, ‘যারা রাজনৈতিক অঙ্গনে জড়িত তাদের অবশ্যই রাজনৈতিক প্রতিপক্ষকে নীতিহীন বিবেচনা করা বন্ধ করতে হবে। কারোরই অসতকর্ভাবে রাজনৈতিক প্রতিপক্ষকে ঐতিহাসিক খলনায়ক বানানো উচিত হবে না, যা প্রায়ই হচ্ছে।’ তবে যাদের ঠিকানায় সন্দেহজনক বিস্ফোরক পাসের্ল পাঠানো হয়েছে, তাদের নিয়ে ট্রাম্প সুনিদির্ষ্ট কোনো মন্তব্য করেননি। সমালোচকরা অবশ্য ট্রাম্পের এই মন্তব্যকে ‘ভÐামিপূণর্’ বলে আখ্যা দিয়েছেন। তাদের ভাষ্য, বিরোধীপক্ষ ও গণমাধ্যমের বিরুদ্ধে মাকির্ন প্রেসিডেন্ট প্রায়ই ‘বিদ্বেষমূলক ভাষা’ ব্যবহার করেন। এর আগে, ‘সিএনএন’র প্রধান জেফ জাকার ‘ব্যবহৃত শব্দ যে সমস্যা তৈরি করতে পারে’ এটি না বোঝায় মাকির্ন প্রেসিডেন্ট ও হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির সমালোচনা করেছেন। বলেছেন, ‘গণমাধ্যমের বিরুদ্ধে তাদের ধারাবাহিক আক্রমণের গুরুত্বের বিষয়টি বোঝার ক্ষেত্রে পুরোপুরি ঘাটতিতে রয়েছে হোয়াইট হাউস।’