গাজায় ইসরাইলি সেনার গুলিতে নিহত ৫ ফিলিস্তিনি

৮০ লক্ষ্যবস্তুতে বিমান হামলা

প্রকাশ | ২৮ অক্টোবর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
ফিলিস্তিনের গাজায় ‘গ্রেট মাচর্ অব রিটানর্’ কমর্সূচির ৩১তম শুক্রবারে ইসরাইলি সেনাদের গুলিতে অন্তত পঁাচ জন নিহত হয়েছেন। শুক্রবার গাজা সীমান্তের বিক্ষোভে আহত হয়েছেন আরও ১৭০ জন। এদিকে, শনিবার ভোরে ইসরাইলি বিমান ফিলিস্তিনের অন্তত ৮০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। ইসরায়েলি কতৃর্পক্ষের দাবি, শুক্রবার রাতে দেশটির অভ্যন্তরে ফিলিস্তিনি যোদ্ধাদের চালানো অন্তত ৩০টি রকেট হামলার জবাবে হামাসের নিরাপত্তা সদর দপ্তরসহ বিভিন্ন স্থাপনাকে তাদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। সংবাদসূত্র : বিবিসি, আল-জাজিরা ১১ বছর ধরে গাজায় ইসরাইলি অবরোধ ও নিজ ভ‚খÐে ফেরার দাবিতে গাজায় ফিলিস্তিনিরা টানা ৩১ সপ্তাহ ধরে বিক্ষোভ করে আসছে। গত মাচের্ শুরু হওয়া এই বিক্ষোভে এখন পযর্ন্ত অন্তত ২১৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন ইসরাইলি সেনাদের গুলিতে। আর অন্তত ২২ হাজার ৮৯৭ জন আহত হন। এদিকে, ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, শুক্রবার রাতে গাজা থেকে প্রায় ৩০টি রকেট হামলা চালানো হয়। দেশের দক্ষিণাঞ্চলে রাতভর বাজানো হয় বিমান হামলার সতকর্তামূলক সাইরেন। এর জবাবে শনিবার ভোরে গাজার প্রায় ৮০টি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়। এর মধ্যে হামাসের নিরাপত্তা সদর দপ্তরও রয়েছে।