শবরীমালা ইস্যু

আগুন নিয়ে খেলবেন না, কেরালা সরকারকে অমিত

প্রকাশ | ২৮ অক্টোবর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
ভারতের কেরালায় অবস্থিত শবরীমালা মন্দির ইস্যুতে রাজ্যের বাম সরকারকে হুশিয়ারি দিয়েছেন বিজেপির সভাপতি অমিত শাহ। বলেছেন, আগুন নিয়ে খেলবেন না। সংবাদসূত্র : ইনডিয়ান এক্সপ্রেস এক জনসভায় বিজেপির সভাপতি বলেন, এই মুহ‚তের্ কেরালার মানুষের ধমীর্য় ভাবাবেগের সঙ্গে এবং রাজ্য সরকারের ববর্রতার লড়াই চলছে। সুপ্রিম কোটের্র নিদের্শ জারি করার নামে এই অন্যায় অত্যাচার বন্ধ করুক রাজ্য সরকার। যেভাবে সরকার শীষর্ আদালতের রায়কে বলবত করতে চাইছে, তা মানতে পারছে না রাজ্যের নারীরা। হিন্দুদের ধমীর্য় ভাবাবেগে আঘাত করছে রাজ্যের বাম সরকার।’ উল্লেখ্য, সম্প্রতি দেশটির সুপ্রিম কোটের্র রায়ে শবরীমালা মন্দিরে ১০ থেকে ৫০ বছর বয়সী নারীদের প্রবেশের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে গেছে। শীষর্ আদালতের রায়ে মন্দিরে প্রবেশের নিদের্শ রয়েছে সব বয়সের নারীদের। কিন্তু রায় ঘোষণার পর থেকেই উত্তপ্ত হয়ে আছে কেরালা। শীষর্ আদালতের রায় মেনে মন্দিরে নারীরা প্রবেশ করতে গেলে তাদের পথ আটকাচ্ছে ভক্তরা। প্রথা মতে, ১০ বছর থেকে পঁাচ বছরের ঋতুমতী নারীরা শবরীমালায় প্রবেশে করতে পারতেন না। এই রীতিই ভাঙতে রাজি নন ভক্তরা।