টুইটার বন্ধ করলেন সৌদি নারী অধিকারকমীর্

প্রকাশ | ২৮ অক্টোবর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
মানাল আল-শরিফ
টুইটার লাইভে এসেছিলেন সৌদি আরবের নারী অধিকারকমীর্ মানাল আল-শরিফ। কিন্তু সেখানে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ব্যঙ্গ-বিদ্রƒপের শিকার হন তিনি। তাকে তিরস্কার করতে আশ্রয় নেয়া হয় রিয়াদের সরকারপন্থি টুইটার বটের। টুইটারে ‘বট’ হচ্ছে কম্পিউটার প্রোগ্রাম যা স্বয়ংক্রিয়ভাবে টুইট করতে পারে। এতে মানুষের কোনো সাহায্য লাগে না। লাইভে বট থেকে একের পর এক বিদ্রƒপাত্মক কমেন্ট পাওয়ার পর নিরাপত্তাহীনতার কারণে শেষ পযর্ন্ত নিজের অ্যাকাউন্ট ডিলিট করে দিতে বাধ্য হন মানাল আল-শরিফ। শুক্রবার সুইডেনের রাজধানী স্টকহোমে অনুষ্ঠিত ‘সিগনালারিটি ইউ নরডিক সম্মেলন’র মঞ্চ থেকে এক লাইভে অ্যাকাউন্টটি ডিলিট করে দেন তিনি। সামাজিক যোগাযোগের এই প্ল্যাটফমের্ দুই লাখ ৯০ হাজার মানুষ তাকে অনুসরণ করতেন। ৩৯ বছরের এই নারী অধিকারকমীর্ বলেন, খাশোগি হত্যকাÐের পর থেকেই রিয়াদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন তিনি। আর এ কাজে ব্যবহার করা হচ্ছে টুইটার বট ও ট্রল। তিনি বলেন, বাকস্বাধীনতা অন্যসব স্বাধীনতা রক্ষা করে। সংবাদসূত্র : রয়টাসর্