ট্রেন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

প্রকাশ | ১৭ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

যাযাদি ডেস্ক
ট্রেন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা
উত্তর কোরিয়া বুধবার যে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে, তা চালানো হয়েছে ট্রেন থেকে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম 'কেসিএনএ' বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্র দু'টি উৎক্ষেপণের পর সেগুলো ৮০০ কিলোমিটার দূরে উত্তর কোরিয়ার পূর্ব উপকূলে গিয়ে পড়ে। ক্ষেপণাস্ত্রবাহী রেল রেজিমেন্ট এ পরীক্ষা চালিয়েছে। চলতি বছরের শুরুতেই রেজিমেন্টটি গঠন করা হয়। সংবাদসূত্র :বিবিসি, আল-জাজিরা উত্তর কোরিয়ার সেনা কর্মকর্তা মার্শাল পাক জং চোঁ-এর বরাত দিয়ে কেসিএনএ জানায়, দেশটির জন্য হুমকি হয়ে দাঁড়ানো যেকোনো শক্তিকে মোকাবিলা করতে এ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার নকশা করা হয়েছে। এর পরিসর আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এ ছাড়া ক্ষেপণাস্ত্রের কিছু ছবি প্রকাশ করেছে উত্তর কোরিয়া। সেগুলোয় দেখা যায়, দেশটির পার্বত্য অঞ্চলে দাঁড়িয়ে থাকা ট্রেন থেকে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে। বুধবারের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মধ্য দিয়ে এক সপ্তাহের কম সময়ের মধ্যে দুবার নতুন ধরনের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া। কেসিএনএ'র তথ্য অনুযায়ী, রেলওয়ে থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর সেগুলো ৮০০ কিলোমিটার (৪৯৭ মাইল) উড়ে গিয়ে উত্তর কোরিয়ার পূর্ব উপকূলের একটি লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত করে। এর আগে গত সোমবার নতুন একটি দূরপালস্নার ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর খবর প্রকাশ করে কেসিএনএ। ওই ক্ষেপণাস্ত্র এক হাজার ৫০০ কিলোমিটার বা ৯৩০ মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম বলে জানানো হয়। বিশেষজ্ঞদের আশঙ্কা, ক্ষেণাস্ত্রগুলো পরমাণু পরীক্ষার অংশ হতে পারে। যুক্তরাষ্ট্রও আশঙ্কা করছে, ক্ষেপণাস্ত্রগুলো পরমাণু পরীক্ষার অংশ হতে পারে। অবশ্য জাতিসংঘ ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা নিষিদ্ধ করেনি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ মনে করেন, ক্রুজ ক্ষেপণাস্ত্রের চেয়ে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বেশি ধ্বংসাত্মক। কারণ এটি বড় আর শক্তিশালী বোমা বহন করতে পারে এবং অনেক দ্রম্নত বেশি দূরে যেতে পারে।