কয়লাখনি দুঘর্টনায় ১৩ জনের মৃত্যু

প্রকাশ | ২৯ অক্টোবর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
চীনের পূবার্ঞ্চলীয় শানডং প্রদেশে একটি কয়লাখনি ধসে ১৩ জনের মৃত্যু হয়েছে। রোববার স্থানীয় কতৃর্পক্ষ এ কথা জানিয়েছে। জরুরি উদ্ধারকারী সদরদপ্তর জানিয়েছে, খনিটির উভয় প্রান্তে কয়লাধসে প্রবেশপথ বন্ধ হয়ে গেছে। এতে সুড়ঙ্গের ৭৪ মিটার গভীরে আরও আট খনি শ্রমিক আটকা পড়ে আছেন। উদ্ধারকমীর্রা স্থানীয় সময় রোববার সকাল ৬টায় সুড়ঙ্গটির ৪২ মিটার পযর্ন্ত কয়লা অপসরণ করেছে। উভয় প্রান্ত দিয়ে অবশিষ্ট ৩২ মিটার কয়লা অপসারণ করার কাজ চলছে। ২০ অক্টোবর ইউনচেং কাউন্টির লঙ্গিউন কোল মাইন কোম্পানি লিমিটেডে এই দুঘর্টনা ঘটে। এ সময় সেখানে মোট ২২ জন শ্রমিক আটকা পড়েন। এক শ্রমিককে উদ্ধার করা হয়। সংবাদসূত্র : সিনহুয়া