অভিনন্দন জানালেন ট্রাম্প

ব্রাজিলের নতুন প্রেসিডেন্ট কট্টর ডানপন্থি জাইর বোলসোনারো

প্রকাশ | ৩০ অক্টোবর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
জাইর বোলসোনারো
ব্রাজিলের নতুন প্রেসিডেন্ট হিসেবে নিবাির্চত হয়েছেন কট্টর ডানপন্থি নেতা জাইর বোলসোনারো। দেশটির নিবার্চন কতৃর্পক্ষ জানিয়েছে, প্রেসিডেন্ট নিবার্চনে দ্বিতীয় দফা ভোটে বোলসোনারো পেয়েছেন ৫৫.২ শতাংশ ভোট। তার প্রতিদ্ব›দ্বী বামপন্থি ওয়াকার্সর্ পাটির্র নেতা ফানাের্ন্দা হাদ্দাদ পেয়েছেন ৪৪.৮ শতাংশ। নিবার্চনী প্রচারে বোলসোনারো দেশ থেকে দুনীির্তর মূলোৎপাটন ও বড় বড় অপরাধের সঙ্গে সংশ্লিষ্টদের শাস্তির আওতায় আনার ঘোষণা দিয়েছিলেন। তবে নিবার্চনী প্রচারে উভয়পক্ষই তাদের প্রতিদ্ব›দ্বীকে আক্রমণ করে বলেছিলেন, প্রতিদ্ব›দ্বী ব্যক্তি নিবাির্চত হলে ব্রাজিল ধ্বংস হয়ে যাবে। সংবাদসূত্র : বিবিসি, রয়টাসর্ ২০০৩ সাল থেকে ২০১৬ সাল পযর্ন্ত ব্রাজিলে টানা ১৩ বছর শাসন করে বামপন্থি ওয়াকার্সর্ পাটির্। এরপর গত দুই বছর ধরে ক্ষমতায় রয়েছেন রক্ষণশীল প্রেসিডেন্ট মাইকেল তেমের। তাদের জনপ্রিয়তা হ্রাস পাওয়ার মধ্যদিয়েই ৬৩ বছর বয়সী কংগ্রেসম্যান বোলসোনারোর উত্থান। ২০১৬ সালে গভীর অথৈর্নতিক মন্দা ও রাজনৈতিক দুনীির্তর মুখে ক্ষমতা হারায় ওয়াকার্সর্ পাটির্। গত দুই বছর ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন তেমের। কিন্তু ব্রাজিলীয়দের মধ্যে তিনি অত্যন্ত অজনপ্রিয়। বিদায়ী এই প্রেসিডেন্টের জনপ্রিয়তার রেটিং রেকডর্ পরিমাণ হ্রাস পেয়ে মাত্র ২ শতাংশে দঁাড়িয়েছে। ফলে প্রায় ১৫ বছর পর ক্ষমতায় এলো ডানপন্থি কোনো দল। এর মধ্যদিয়ে বিশ্ব রাজনীতিতে সবের্শষ কট্টর-ডানপন্থি নেতা হিসেবে আবিভ‚র্ত হলেন বোলসোনারো। তার বিজয়ে অভিনন্দন জানিয়েছেন আরেক কট্টরপন্থি নতা মাকির্ন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের মুখপাত্র সারাহ স্যান্ডাসর্ এক বিবৃতিতে জানিয়েছেন, একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছেন দুই নেতা। ১৯৬৪ থেকে ১৯৮৫ সাল পযর্ন্ত সামরিক বাহিনীর একনায়কতান্ত্রিক শাসনের পর ব্রাজিলের প্রেসিডেন্ট হতে যাওয়া সশস্ত্র বাহিনীর প্রথম সাবেক কমর্কতার্ জাইর বোলসোনারো। নিবার্চনী প্রচারণাগুলোতে প্রকাশ্যে ওই সামরিক একনায়কতান্ত্রিক শাসন পবের্র প্রশংসা করেছেন মাকির্ন প্রেসিডেন্ট ট্রাম্প অনুরাগী বোলসোনারো। তাই নিজের ভাইস প্রেসিডেন্ট ও গুরুত্বপূণর্ মন্ত্রণালয়গুলোর মন্ত্রী হিসেবে তিনি সামরিক বাহিনীর সাবেক জেনারেলদেরই প্রাধান্য দিচ্ছেন। ২০১৯ সালের ১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করবেন সাবেক এই সেনা কমর্কতার্। নিবার্চনে বড় ধরনের জয় পাওয়ার পর প্রথম প্রকাশ্য মন্তব্যে গণতান্ত্রিক নীতিগুলোর প্রতি শ্রদ্ধাশীল থাকার প্রতিশ্রæতি দিয়েছেন তিনি। পাশাপাশি দেশের গতিপথ পরিবতর্ন করতে চান বলেও জানিয়েছেন। তিনি বলেন, ‘সমাজতন্ত্র, সাম্যবাদ, জনপ্রিয়তাবাদ ও বাম চরমপন্থার সঙ্গে প্রেম দেখিয়ে চলবো না আমরা।’ দুনীির্ত ও বিস্তৃত সহিংস অপরাধের মূল উপড়ে ফেলারও প্রতিশ্রæতি দিয়েছেন তিনি।