শ্রীলংকার বরখাস্তকৃত জ্বালানিমন্ত্রী রানাতুঙ্গা গ্রেপ্তার

প্রকাশ | ৩০ অক্টোবর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
শ্রীলংকার বরখাস্তকৃত জ্বালানিমন্ত্রী অজুনার্ রানাতুঙ্গাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার নিজের কাযার্লয়ের সামনে এই সাবেক ক্রিকেট তারকার দেহরক্ষীর গুলিতে একজন নিহত হন। ওই ঘটনায়ই সোমবার তাকে গ্রেপ্তার করা হয়। সংবাদসূত্র : রয়টাসর্ শুক্রবার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা ক্ষমতাসীন জোট থেকে ইউনাইটেড পিপলস ফ্রিডম অ্যালায়েন্সকে সরিয়ে নিলে শ্রীলংকায় চলমান রাজনৈতিক সংকটের সূচনা হয়। ক্ষমতাসীন জোটের নেতৃত্বে ছিলেন বহিষ্কৃত প্রধানমন্ত্রী রানিল বিক্রমাসিংহে। ওই দিনই সিরিসেনা চারবারের প্রধানমন্ত্রী রানিল ও মন্ত্রিসভাকে বরখাস্ত করেন। পরে সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসেকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দেন প্রেসিডেন্ট সিরিসেনা। পুলিশের মুখপাত্র রুয়ান গুনাসেকেরা বলেন, গুলির ঘটনায় রানাতুঙ্গাকে গ্রেপ্তার করেছে। তাকে দ্রæতই আদালতে হাজির করা হবে। গুনাসেকেরা রোববার বলেছিলেন, কলম্বোয় বরখাস্তকৃত মন্ত্রিসভার জ্বালানিমন্ত্রী অজুর্না রানাতুঙ্গা রাষ্ট্রায়ত্ব সাইলন পেট্রলিয়াম করপোরেশনে নিজের কাযার্লয়ে প্রবেশের চেষ্টা করেন। ওই সময় নতুন প্রধানমন্ত্রী রাজাপাকসের সমথর্করা তাকে বাধা দেয়। কথা কাটাকাটির এক পযাের্য় বাধাদানকারীদের লক্ষ করে পঁাচ রাউন্ড গুলি ছোড়েন রানাতুঙ্গার এক দেহরক্ষী। এতে একজন নিহত ও দুইজন আহত হয়।