কৃষকদের বন্‌ধে ভারত অচল

প্রকাশ | ২৮ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

ম যাযাদি ডেস্ক
বিতর্কিত তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে দীর্ঘদিন ধরে একযোগে আন্দোলন করছে ভারতের ৪০টি কৃষক সংগঠন। সরকার দাবি না মানায় সোমবার সংযুক্ত কৃষক মোর্চা ভারতজুড়ে বন্‌ধ ডাকে। এতে সাড়াও মিলেছে ব্যাপক। সকাল ৬টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বন্‌ধ পালিত হয়েছে। এতে অচল হয়ে পড়ে ভারত। আর তাদের ডাকা বন্‌ধকে সমর্থন করেছে কংগ্রেস, সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি, বাম, স্বরাজ দল, এনসিপি, ডিএমকে, আরজেডি এবং তেলুগু দেশম পার্টি। সংবাদসূত্র : পিটিআই, এনডিটিভি, এএনআই ভারতের কৃষকদের আশঙ্কা, বিজেপি সরকারের করা তিনটি আইনের ফলে নূ্যনতম মূল্য সহযোগিতা বন্ধ করে দেওয়া হবে। ফলে তারা বড় প্রতিষ্ঠানগুলোর মুখাপেক্ষী হতে বাধ্য হবেন। কিন্তু সরকার আইন বাতিল না করায় কৃষকরাও তাদের দাবিতে অনড়। দেশটির সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, কৃষকরা এদিন দিলিস্ন থেকে উত্তরপ্রদেশে যাওয়ার সড়ক বন্ধ করে দেন। দিলিস্ন-মিরাট হাইওয়েতেও বিক্ষোভ দেখান তারা। মানেসরের কাছে তারা দিলিস্ন-হরিয়ানা সড়কও বন্ধ করে দেন। পাঞ্জাব ও হরিয়ানা সীমানাও তারা বন্ধ করে দেন। নিরাপত্তার কথা ভেবে দিলিস্নর লালকেলস্নার সামনে রাস্তা বন্ধ করে দেয় পুলিশ। এই বন্‌ধ-বিক্ষোভের ফলে দিলিস্ন ও গুরুগ্রাম সীমানায় সকাল থেকেই ব্যাপক যানজট সৃষ্টি হয়। কৃষকরা বিভিন্ন জায়গায় রেললাইনের ওপরও বসে পড়েন। পাঞ্জাবের বিভিন্ন জায়গায় কৃষকরা রাস্তা বন্ধ করে দেন। অমৃতসরে বহু কৃষক জড়ো হয়ে রাস্তায় যান চলাচল বন্ধ করে দেন। মুম্বাই-আহমেদাবাদ হাইওয়ে সকালে দীর্ঘক্ষণ বন্ধ ছিল। ফলে বিশাল যানজট দেখা যায়।