সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ০১ নভেম্বর ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
প্রিন্স সালমানের বদলে হচ্ছেন আবদেল! যাযাদি ডেস্ক স্বেচ্ছা নিবার্সন কাটিয়ে স্বদেশে ফিরেছেন সৌদি যুবরাজ আহমেদ বিন আবদেল আজিজ। যুবরাজ আবদেলের এই দেশে ফিরে আসার বিষয়টিকে তাৎপযর্পূণর্ বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা মনে করছেন, তিনি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের স্থলাভিষিক্ত হতে পারেন। প্রিন্স আহমেদ বিন আবদেল আজিজ এতদিন স্বেচ্ছা-নিবার্সনে লন্ডনে অবস্থান করছিলেন। পশ্চিমা বিশ্লেষকদের অভিমত, তিনিই এখন সৌদি যুবরাজ মোহাম্মদের জায়গা নিতে পারেন। কী শতের্ তিনি ফিরে এসেছেন তা জানা যায়নি। সংবাদসূত্র: রয়টাসর্ আফগানিস্তানে কপ্টার বিধ্বস্ত, নিহত ২৫ যাযাদি ডেস্ক আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় ফারাহ প্রদেশের একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২৫ জনের প্রাণহানি ঘটেছে। হেলিকপ্টারটি ঊধ্বর্তন কমর্কতাের্দর বহন করছিল। ২৫ জন আরোহীর সবাই নিহত হয়েছেন। ফারাহ প্রদেশের গভনের্রর মুখপাত্র নাসের মেহরি জানান, হেলিকপ্টারটি স্থানীয় সময় সকাল ৯ টা ১০ মিনিটে গন্তব্যে যাওয়ার সময় খারাপ আবহাওয়ার কারনে নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয়। তিনি জানিয়েছেন, এই দুঘর্টনায় আফগানিস্তানের পশ্চিমাঞ্চলের ডেপুটি কমান্ডার এবং ফারাহ প্রদেশের কাউন্সিল প্রধান নিহত হয়েছেন। অপরদিকে তালেবানের এক মুখপাত্রের দাবি, তাদের যোদ্ধাদের গুলিতে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। সংবাদসূত্র: রয়টাসর্, ইকোনমিক টাইমস ইতালিতে ভয়াবহ বন্যা প্রাণ গেল ১১ জনের যাযাদি ডেস্ক ইতালিতে ঝড় ও ভারি বৃষ্টিপাতে উত্তর-পশ্চিমাঞ্চলের বিশাল এলাকার পাশাপাশি তলিয়ে গেছে ভাসমান পযর্টন নগরী ভেনিসও। বন্যা ও দমকা ঝড়ো হাওয়ায় এ পযর্ন্ত ১১ জনের মৃত্যু হয়েছে। দেশটির পশ্চিম ও উত্তরাঞ্চলে মঙ্গলবার প্রতি ঘণ্টায় ১৮০ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে ঝড় বয়ে যায়। নিরাপত্তার খাতিরে আগেই বেশিরভাগ অঞ্চলে শিক্ষা শিক্ষাপ্রতিষ্ঠানে এবং পযর্টক সাইটগুলো বন্ধ ঘোষণা করা হয়েছিল। এদিন ক্যানেল সিটি ভেনিসে পানির উচ্চতা বেড়ে বেশিরভাগ ঘাট এবং চলাচলের পথ ডুবে যায়। কমর্কতার্রা জানান, নগরীর ৭৫ শতাংশ পানিতে তলিয়ে গেছে। সংবাদসূত্র: বিবিসি নিউজ