মাকির্ন প্রেসিডেন্ট ট্রাম্পের তথ্য

গণমাধ্যমকে জনগণের শত্রæ মনে করে এক-তৃতীয়াংশ মাকিির্ন

প্রকাশ | ০২ নভেম্বর ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
মাকির্ন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
যাযাদি ডেস্ক যুক্তরাষ্ট্রের প্রতি তিনজনের মধ্যে একজন গণমাধ্যমকে ‘জনগণের শত্রæ’ হিসেবে দেখে বলে মন্তব্য করেছেন মাকির্ন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির মধ্যবতীর্ নিবার্চনের আগে বুধবার ফ্লোরিডার এস্তেরোয় রিপাবলিকান পাটির্র এক প্রচারণা সমাবেশে ট্রাম্প গণমাধ্যমের সমালোচনা করতে গিয়ে এ কথা বলেন। এদিকে, সংবাদমাধ্যম ‘এবিসি’কে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেছেন, তিনি সব সময় সত্য বলতে চেষ্টা করেন। আর যখন সেটা সম্ভব হয়, তখন সত্যই বলেন। উল্লেখ্য, এর আগে এক গবেষণায় জানা গিয়েছিল, ট্রাম্প দিনে গড়ে ছয়টি মিথ্যা বলেন। সংবাদসূত্র : বিবিসি সংবাদমাধ্যম বিষয়ে মাকির্ন প্রেসিডেন্ট বলেন, তাকে ‘জোর করে ঘৃণা ও গেঁাড়ামির জন্য দায়ী করা হয়’, যদিও এ খবর ‘অপ্রকাশিতই’ থেকে যায়। তার মতে, যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ‘জনগণের কথা শুনতে চায় না’। তিনি বলেন, ‘আমাদেরকে জোর করে ঘৃণা, গেঁাড়ামি, বণর্বাদ, বৈষম্য ও পক্ষপাতিত্বের মতো কুৎসিত সব দায় দেয়া হয়। কিন্তু গণমাধ্যম আপনাদের কথা শুনতে চায় না। আমার কথা নয়, আপনাদের কথা। এ কারণেই এ দেশের ৩৩ শতাংশ মানুষ মিথ্যা সংবাদমাধ্যমকে জনগণের শত্রæ হিসেবে বিবেচনা করে। রিপাবলিকান এ প্রেসিডেন্ট অবশ্য প্রতি তিন মাকিির্নর একজনের গণমাধ্যম বিষয়ক এমন দৃষ্টিভঙ্গি সম্পকের্ বিস্তারিত কোনো প্রমাণ হাজির করেননি। ট্রাম্প এর আগেও মাকির্ন গণমাধ্যমের বিরুদ্ধে একের পর এক সমালোচনার তির ছুড়েছেন। তিনি বলেছেন, কিছু কিছু গণমাধ্যম তার প্রশাসনের কাজকমের্ক ভুলভাবে হাজির করছে। তার এমন অবস্থান যুক্তরাষ্ট্রজুড়ে বিভাজনের রাজনীতির পাশাপাশি বিরোধী মত, গণমাধ্যম, অভিবাসী ও মুসলমানদের ওপর সহিংস আক্রমণ উসকে দিচ্ছে বলে অভিযোগ সমালোচকদের। চলতি সপ্তাহে পেনসিলভানিয়ায় ইহুদি প্রাথর্নালয়ে (সিনাগগ) বন্দুকধারীর গুলিতে ১১ জনের মৃত্যুর পেছনেও ট্রাম্পের এ ধরনের উসকানি কাজ করেছে বলেও অভিমত অনেকের।